Bikash Bhavan : বিকাশ ভবন অভিযানে এসে পুলিশের লাঠিতে ভাঙলো পা ,আদর্শের টানে শিক্ষকতা করতে আসা উচ্চ শিক্ষিত সোমনাথের।
পেশায় শিক্ষক সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশে ২৬০০০ চাকরী বাতিল তালিকায় এই উচ্চ শিক্ষিত সোমনাথ , এদিন বিকাশ ভবন অভিযানে এসে পা ভাঙলো পুলিশের লাঠিচার্জ তে।
পশ্চিমবঙ্গের এস এস সি যোগ্য ( SSC Case) শিক্ষকদের বিকাশ ভবন অভিযান । তাদের দাবি নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি নয়।এই নিয়ে তুলকালাম হলো বিকাশ ভবন ।
সেখানে অফিসের কর্মীদের আটকে রাখা হয়,সকাল ১১ টা নাগাদ আসেন তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্ত।তিনি বলেন এক ছাত্রের নম্বর সংক্রান্ত সমস্যার জন্য এসেছিলেন।
শিক্ষকেরা তাকে ঘিরে ধরে তাদের চাকরী ফিরিয়ে দেওয়ার দাবি তোলে।সব্যসাচী দত্ত তাদের আশ্বাস দেন রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী ব্যাপারটি দেখছেন ।রিভিউ পিটিশনের ব্যাপারে শিক্ষকদের বলেন।
বিবারের সূত্রপাত হয় তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাত থাকে শিক্ষকেরা এমনটা অভিযোগ করে কাউন্সিলর।পাল্টা শিক্ষকদের তরফে অভিযোগ করা হয় তিনি বিশৃঙ্খলা তৈরি করে তাদের বিক্ষোভে বাধা দিতে চাইছেন।
তার পরে বিধায়কের সাথে থাকা ব্যাক্তিরা চড়াও হয় শিক্ষকদের উপর ।সাংবাদিক দের ও মারধরের ঘটনা প্রকাশ্যে দেখা যায়।পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিন সন্ধ্যে ৭:৩৬ নাগাদ পরিস্থিতি বদলাতে থাকে,বিকাশ ভবনের কর্মীদের বাইরে নিয়ে জড়ো হয় পুলিশ ।বিধাননগর পুলিশের সাথে কোলকাতা পুলিশ মোতায়েন হয়।
৮:৪৭ মিনিট নাগাদ ধস্তা ধস্তধস্তিতে পুলিশ ও শিক্ষকদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ,সে সময় পুলিশের ব্যাপক লাঠিচার্জ শুরু হয়।
এই ঘটনায় পুলিশ ও শিক্ষক উভয় পক্ষ আহত হয়েছে । তবে পুলিশের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত লাঠিচার্জের অভিযোগ করেছে শিক্ষকেরা।
তাদের দাবি এই ঘটনায়(SSC Teacher Protest) ৩৫ জন শিক্ষক প্রায় আহত।
একাধিক শিক্ষকের হাত পা ভেঙেছে।এক মহিলা শিক্ষকের পায়ের উপর দাঁড়িয়ে মহিলা পুলিশ কর্মী তার পায়ের হাড় ভেঙেছে।
পুলিশের এই বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলার শিক্ষক সমাজ ।
এই বিক্ষোভে সামিল হয়েছিলো সোমনাথ বন্ধপাধ্যায় ,এদিন পুলিশের লাঠির ঘায়ে সোমনাথের পা ভেঙেছে।
এই শিক্ষক শুধু আদর্শের টানেই এসেছেন শিক্ষকতা পেশায়।তার শিক্ষাগত যোগ্যতা শুনলে অবাক হবেন।এমএসসি পি এইচ ডি(MSc, PhD) করা ছেলেটি শুধু আদর্শ জন্য আজ রাষ্ট্রীয় সন্ত্রাসের স্বীকার(state-sponsored police brutality) হচ্ছে।
সোমনাথের ও তার সাথীদের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেনি স্বয়ং হাইকোর্ট।কিন্তু রাজ্য সরকার ও শিক্ষা দফতরে র মিলিত দুর্নীতিতে আজ রাস্তায় দাঁড়িয়ে পুলিশি নির্যাতনের স্বীকার হতে হচ্ছে ,অ্যাসিস্টেন্ট প্রফেসর অফ মধ্যপ্রদেশ ক্লিয়ার করে ও রাজ্যের চাকরিতে যোগ দেয় ।
এই ডিগ্রি ছাড়াও সোমনাথের ঝুলিতে আছে UPSC ডিগ্রি junior Chemical depermemt exam get দ্বিতীয় স্থান অর্জন করেছে
প্রাইমারি শিক্ষকের পরীক্ষায় উত্তীর্ণ ,উচ্চ প্রাথমিকে উত্তীর্ণ(SSC-qualified teacher) যোগ্যতা নিয়ে সন্দেহের উর্ধ্বে থাকা এই ছেলেটি কে আজ যোগ্য , অযোগ্য প্রমাণ দিতে হচ্ছে
Slst ২০১৬ তে উত্তীর্ণ ,নবম দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষায় ।
এখন Slst ২০১৬ তে দশম ও একাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ,স্কুলে শিক্ষকতা করছিলেন।
সুপ্রিম কোর্টের নির্দেশে ৩ এপ্রিল ২০২৫ চাকরী বাতিল হয় ২৬০০০ শিক্ষকের ,যেই জ্ঞানের ঝুলিতে এতো ডিগ্রি ,তাকেই যোগ্য অযোগ্য হিসাবে সন্দেহের তালিকায় এনে দাঁড় করিয়ে দেয় এক মুহুর্তে।
সোমনাথের নাম যোগ্য শিক্ষকের তালিকায় থাকলেও, এখনও পর্যন্ত সম্পূর্ন প্যানেল বাতিল হওয়ায় ,তার চাকরী ও নিশ্চিত নয়।
এদিন বঞ্চিত যোগ্য শিক্ষকদের একাংশ ,যাদের বক্তব্য তারা নির্দিষ্ট করে দেয়নি যোগ্য ,অযোগ্য বিকাশ ভবন বিক্ষোভে(Bikash Bhavan) সামিল হয়।পুলিশের বর্বরোচিত লাঠির ঘায়ে তাদের আজ একটাই প্রশ্ন জ্ঞানের প্রসার ও প্রচার করতে চাওয়া পশ্চিমবঙ্গের পরিপন্থি।
সোমনাথ ও তাদের অসংখ্য সহ শিক্ষক আহত,তাদের দ্রুত সুস্থতা ও পুলিশের এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিচার চাইছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার থেকে বিচারপতি।