12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

Mamata Banerjee security gl

ED Raid IPAC Office:রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার হাইকোর্টে অভিযোগ ইডির

আইপ্যাক এর অফিস থেকে ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ সরাসরি এবার হাইকোর্টে গেল ইডি সম্মুখ সমরের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট

রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদের অপব্যবহার করছেন এমনটাই অভিযোগ নিয়ে হাইকোর্টে পৌঁছে গেল এদের আধিকারিকেরা

বিচারপতি শুভ্রা ঘোষের এজ্লাসে মামলা দায়ের করার অনুমতি পেয়েছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট
লাউডান স্ট্রিটে আইপ্যাক এর অফিসে তল্লাশি এবং প্রতীক জৈন এর বাড়িতে একযোগে তল্লাশি চালায় Enforcement Directorate এর অফিসারেরা।

সটলেকে ED Raid IPAC Office যখন তল্লাশি চলছিল সেই সময় একাধিক নতি বের করে নিয়ে আসা হয় জোর করে বলে অভিযোগ করেছেন অফিসারেরা

ইডি অফিসারদের কর্তব্যে বাধা দেয়া হয় সেই জন্যই তারা এই মামলার জন্য সফল করে বলেছেন একাধিক নথি রয়েছে সল্টলেকের ওই অফিসে সেখান থেকে সমস্ত নথি এবং তথ্যাদি বের করানোর জন্য অনুমতি চেয়েছেন হাইকোর্টের কাছে ইডির অফিসারেরা

আরেক দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন আইপ্যাকের অফিসে এসআইএস সংক্রান্ত এবং ভোট সংক্রান্ত যে সমস্ত কাগজপত্র ছিল বিজেপির পরামর্শেই এই সমস্ত কারসাজি চলছে বলে তিনি অভিযোগ করেছেন

দিল্লি এবং কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসারেরা কয়লা পাচার মামলায় অবৈধ টাকা লেনদেনের অভিযোগে এই সংক্রান্ত অভিযোগ নিয়েই তারা অভিযানে নেমেছে।
এদিন ইডি অফিসাররা একটি মামলা কে নিয়ে আবার পুনরায় সক্রিয় হয়েছেন।কয়লাকাণ্ডের পুরনো একটি মামলায় নতুন করে তদন্ত শুরু করেছে ED
এইজন্য আইপ্যাক এর প্রতীক জৈন তার লাউডার বাড়িতে এবং সল্টলেকের আইপ্যাক এর অফিসে একযোগে তল্লাশি চালায় ইডি আধিকারিকেরা।
যখন ইডি অফিসারেরা তল্লাশি চালাচ্ছিল হঠাৎ এই ঘটনাস্থলে এসে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জোর করে সেই অফিসে ঢুকেন বলে অভিযোগ। এবং সেখান থেকে একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন।।
সটলেকের অফিস থেকে বেশ কিছু নথিপত্র গাড়িতেও তোলেন মুখ্যমন্ত্রী। সাংবিধানিক কাজে হস্তক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে এই নিয়ে ইডি অফিসারেরা মামলা শুরু করেছে ।