12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

Malaika Arora Father suicide : বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা বাবা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন

Malaika Arora Father suicide : বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা বাবা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন

Bollywood Actress Mallika : এন্টারটেইনমেন্ট জগতে হঠাৎ ই, এই সংবাদ প্রাক্তন স্বামী মালাইকা অরোরা বাবা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন(Malaika Arora Father suicide)। তাদের পরিবারে কি ঘটেছে এই বয়েসে এই সিদ্ধান্ত নেওয়া সন্দেহ তৈরি হয়েছে ।

যেটি সংবাদমাধ্যমে সূত্র জানা যাচ্ছে অনিল অরোরা তিনি ,দীর্ঘদিন শারীরিক অসুস্থতা ভুগছিলেন,সেখান থেকেই এই সিধান্ত প্রাথমিক ভাবে মনে হচ্ছে।বান্দ্রা পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে ,তদন্ত শুরু করেছে।

এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে সুইসাইড নোট উদ্ধার হয়নি।মালাইকার বাবা ছিলেন মার্চেন্ট নেভিতে কর্মরত ,মা-বাবার বিচ্ছেদের পরেও, দুইজনের সঙ্গে ভালো সম্পর্ক ছিলো মালাইকার,একসঙ্গে পার্টি থেকে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতেন মালাইকা ও তার বাবা মা।

এদিন মালাইকা প্রথমেই ছুটে আসেন ,প্রাক্তণ স্বামী আরবাজ খান তিনিও এসেছেন,ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম, গ্রাজিয়া ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্কারে, মালাইকা বলেন , ‘আমার একটি দুর্দান্ত শৈশব ছিল । বাবার অনিল অরোরা সাথে ,বিচ্ছেদের পর তিনি ও তার বোন অমৃতা থানেতে চলে আসেন।সেই ঘটনা বলতে গিয়ে তিনি জানিয়েছেন সময়গুলো আপনাকে গুরুত্বপূর্ণ শিক্ষাও দেয়।তাই আমি স্বাধীন জীবন বিশ্বাসী। নিজের স্বাধীনতার মূল্য দিতে শিখেছি

See also  Voter id link with aadhar card : কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে হবে।