Siliguri News : প্রযুক্তির সাহায্য নিয়ে মহিলাদের সঙ্গে প্রতারণা। কো-পাইলট পরিচয় গ্রেফতার যুবক।
প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার জোরে সহকারী পাইলট পরিচয়ে পরিচয় বদলে প্রতারণার জাল বিস্তার করছিল এক যুবক। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিমেষেই ভোল বদলে সহকারী পাইলট। AI প্রতারক হিসেবে পরিচিত ওই যুবক প্রেমের ফাঁদ পেতে বহু মহিলাকে টার্গেট করত।
শিলিগুড়ি (Siliguri) এই যুবকের কীর্তি দেখলে মুভি কে লজ্জায় ফেলবে। তার প্রতারণার শুরু এক মহিলা গ্রাউন্ড স্টাফকে লক্ষ্য করে।
বেঙ্গালুরু ওই মহিলা কে হেমন্ত ফাঁদে ফেলেছিলেন। তার বিরুদ্ধে মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক অভিযোগ আছে পুলিশ জানিয়েছে। সাইবার ক্রাইম সিলিগুড়ি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
শিলিগুড়ির শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আউট পোস্টের পুলিশ জানিয়েছে যুবক সিকমের বাসিন্দা।
তিনি ফাঁদ পাতেন ডেটিং অ্যাপ্লিকেশন, সামাজিক মাধ্যমে নিজেকে সহকারী পাইলট পরিচয় দিতেন। ভুয়া পরিচয়ে প্রতারণা করে বহু মহিলার সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন।
সিকিমের পাকইয়ংয়ের বাসিন্দা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য পাইলটের পরিচয় দিয়ে, এডিটিং করে পোস্ট করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেক আইডি ব্যবহার করে পাইলটের লাইফস্টাইল দেখিয়ে মেয়েদের আকৃষ্ট করতেন।
পুলিশ জানিয়েছে ধৃতের নাম হেমন্ত শর্মা। তার চাকচিক্য ভরপুর জীবন দেখে নিমেষে যুবতীদের ফাঁদে নিয়ে আসতেন। এই প্রেমের ফাঁদে পড়ে অনেকেই প্রতারিত হন।
আপনি এই সংবাদ টি দেখুন
তবে যুবকের কারসাজি মহিলা নার্স পাকড়াও করে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের নার্স কে চেয়েছিলেন প্রতারণা করতে, তিনি এই প্রতারণা টের পেয়ে পুলিশে খবর দিয়েছিলেন।
আপনি এই সংবাদ টি দেখুন
Barasat News:কুকর্মের লজ্জায় ও অপমানেই আত্মঘাতী দাদু , নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ
মাটিগাড়া থানায় ওই নার্সের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় যুবক।
শিলিগুড়ি সংলগ্ন শিব মন্দিরের দুর্গা মন্দির এলাকায় মহিলার জন্য আসতেই মেডিক্যাল আউট পোস্টের পুলিশ গ্রেফতার করে।
শিলিগুড়ি(Siliguri) আদালতে হাজির করা হলে পুলিশ হেফাজতে নিয়েছে, প্রতারণার তদন্তে সাহায্য নিতে, বেঙ্গালুরুতে যোগাযোগ করছে পুলিশ।
এখনও পর্যন্ত তিনশো মহিলার সাথে প্রতারণা করেছে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news