Mukul Dev Passes Away : জনপ্রিয় অভিনেতা কে হতাশা গ্রাস করেছিলো !!! অভিনেতা মুকুল দেবের প্রয়াণে উঠছে প্রশ্ন
Mukul Dev Passes Away :অভিনেতা নিজেকে গুটিয়ে নিয়েছিলেন ,বেরোতেন না বাড়ি থেকে মুকুল দেবের প্রয়াণে উঠছে একাধিক প্রশ্ন।
বাংলা,হিন্দি,ওড়িয়া বিভিন্ন সিনেমায় তার অভিনয় দক্ষতা প্রশংসা পেয়েছে । তিনি দাপটের সাথে কাজ করেছেন খলনায়ক হিসেবে।
সেই খলনায়ক জীবনের বেশ কিছুদিন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সামাজিক যোগাযোগ ছিলো না বললেই চলে।অভিনেতা মুকুল দেব ( Actor Mukul Dev Passes Away ) ৫৪ বছর বয়সে প্রয়াত।
তিনি বাবা মায়ের মৃত্যু থেকে হতাশায় ভুগছিলেন,সিনেমাতে নিয়মিত কাজ করছিলেন না।অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে বাড়িতেই থাকতেন অভিনেতা।
তিনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন চিকিৎসা চলছিলো ,এখনও পর্যন্ত জানা যায়নি আসল কারণ,
তার প্রয়াণে বলিউড ,টলিউড থেকে নানা প্রদেশের সিনেমা ইন্ডাস্ট্রি থেকে অভিনেতারা শোক বার্তা জানিয়েছেন।
অভিনেতা মুকুল দেবের প্রয়াণে ( Actor Mukul Dev Passes Away ) অভিনেত্রী দীপশিকা নাগপাল লিখেছেন মুকুল নেই বিশ্বাস করতে পারছি না।
মুকুল দেব সম্পর্কে
অভিনেতা মুকুল দেব ( Actor Mukul Dev ) জন্ম: ১৭ সেপ্টেম্বর ১৯৭০, নয়াদিল্লি, মূলত অভিনয় জীবন শুরু করেন টেলিভিশনে , কিছু সিরিয়ালে অভিনয় করেছেন।১৯৯৬ সালে মুমকিন সিরিয়ালে একটি চরিত্রে আত্মপ্রকাশ হয় অভিনেতার।
তিনি কাহিনী দিয়া জলে কাহিন জিয়া (২০০১), কাহানী ঘর ঘর কি (২০০৩), প্যার জিন্দেগি হাই সিরিয়ালে অভিনয় করেছেন
তিনি সিনেমাতে তামিল ,কন্নড়,তেলেগু প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন। ইয়ামলা পাগলা দিবান ,১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমা দিয়ে সিনেমায় প্রবেশ ।পেশায় পাইলট এই দাপুটে অভিনেতার ঝুলিতে আছে একাধিক শক্তিশালী সিনেমা।আর … রাজকুমার, এবং জাই হো মতো সিনেমা তে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন দর্শকদের

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news
