12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

SAVE 20250912 213454

Firing outside Disha Patani’s house : বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির বাইরে চলল গুলি দেয়া হলো হুমকি ম্যাসেজ

Firing outside Disha Patani’s house : বলিউড অভিনেত্রী দিশা পাটানির বারেলির বাড়িতে চলল কয়েক রাউন্ড গুলি( Disha Patani’s house firing case) একই সাথে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ,হুমকি দেয়া হয়েছে অভিনেত্রীকে ।

সাম্প্রতিককালে বলিউড অভিনেতা-অভিনেত্রীদের নিরাপত্তা জনিত বিষয়ে বিভিন্ন রকম ঘটনা দেখা গিয়েছে এবার বলিউড অভিনেত্রী দিশা পাটানি কেউ নিরাপত্তা হিসাবে দেখার জন্য ভুগতে হলো।

হিন্দু সাধু প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধ আচার্য মহারাজ তাদের অপমান করেছে ফিল্ম ইন্ডাস্ট্রি। এই নিয়ে চলল কয়েক রাউন্ড গুলি দিশা পাটানির বাড়ির বাইরেে।

রোহিত গোদারা নামে গ্যাংস্টার এই ফেসবুক পোস্টটি করেছেন। বারেলি পুলিশ এই পোস্টটি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

পুলিশ আরেকটি সোশ্যাল মিডিয়া পোস্ট পেয়েছে ,বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র সারান নামে দুইজন ব্যাক্তি পোস্ট টি তে নাম উল্লেখ আছে।যেখানে হিন্দি ভাষায় লেখা হয়েছে ” জয় শ্রী রাম সমস্ত ভাইয়ের কাছে রাম রাম। আমি, বীরেন্দ্র চরণ, মহেন্দ্র সরণ (ডেলানা)। ভাইয়েরা, আজ খুশবু পাটানি/দিশা পাটানির (বলিউড অভিনেত্রী) হাউসে (ভিলা নং 40, সিভিল লাইনস, বেরিলি, ইউপি) -তে যে গুলি চালানো হয়েছিল তা আমরা এটি সম্পন্ন করেছি।

এই ব্যাক্তি আরো জানিয়েছেন তিনি আমাদের শ্রদ্ধেয় সাধুদের অপমান করেছিলেন (প্রেমানন্দ জি মহারাজ এবং অনিরুধাচরিয়া জি মহারাজ)। সনাতান ধর্মকে সম্মান করার চেষ্টা করেছিলেন। মূলত হিন্দু ধর্মের অপমানের জন্য এই গুলি করা হয়েছে বলে পোস্ট টে উল্লেখ করা হয়েছে।

আমাদের দেবদেবীদের অবমাননা সহ্য করা হবে না। এটি ছিল কেবল একটি ট্রেলার। পরের বার, যদি সে বা অন্য কেউ আমাদের ধর্মের প্রতি অসম্মান দেখায়, তবে তাদের বাড়ির কেউ জীবিত থাকবে না। হুমকির সুরে বলা হয় । “

পুলিশ সাংবাদিকদের জানিয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি চলে দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে। বারেলি পুলিশ পাঁচটি দলে বিভক্ত হয়ে চালাচ্ছে এই সন্ত্রাসী গ্যাং পাকড়াও করবার জন্য।

এই ঘটনায় অভিনেত্রী দিশা পাটানি সুস্থ রয়েছেন কোন আহত এর ঘটনা ঘটেনি পুলিশ জানিয়েছে।