Gender debate in boxing olympics 2024 : বক্সিং এ লিঙ্গ বিতর্ক অলিম্পিকে ( 2024 summer olympics) ; ক্ষুব্ধ ইটালীর প্রধানমন্ত্রী
Gender debate in boxing olympics 2024 : এই বার বক্সিং এ লিঙ্গ বিতর্ক (boxing olympics 2024) রিং থেকে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেলেন ইটালির অ্যাঞ্জেলা কারিনি (Angela Carini)
প্যারিসে শুরু হয়েছে 2024 summer olympics বিতর্কের কেন্দ্রে আলজেরিয়ার ইমানে খেলিফ (Imane Khelif )
এই বিতর্কের সূত্রপাত ইমানে খেলিফ তার লিঙ্গ পরিচয় নিয়ে। এদিন আলজেরিয়ার বক্সারের সামনে তিরিশ সেকেন্ড দাঁড়াতে পারেনি অ্যাঞ্জেলা কারিনি (Angela Carini)।তিনি হেডগিয়ার ঠিক করতে কোচের কাছে গিয়েছিলেন তারপর ম্যাচ গড়ায় বিতর্ক নিয়ে পঁয়তাল্লিশ সেকেন্ড।
ইটালির বক্সার অলিম্পিকের রিং থেকে বেরিয়ে যান চোখে জল , আসলে paris olympics তে লিঙ্গ চিনহিত্ত এই নিয়ে বিতর্ক আছে।
olympic games 2024 নীয়ম হচ্ছে XY ক্রোমোজোমের অ্যাথলিটরা মহিলাদের প্রতিযোগিতায় নামতে পারবেন না ।এই ইমানে খেলিফ আগে বহিস্কৃত হয়েছিলেন।বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2023 সোনার মেডেলের পাওয়ার আগে বহিস্কৃত হয়েছিলেন।
প্যারিস অলিম্পিকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।যেহেতু পুরুশালী বৈশিষ্ট্যের জন্য মহিলা বক্সার তিনি লড়তে পারেননি। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন
আমি সব সময় দেশের হয়ে সততার সঙ্গে লড়েছি। এবার আমি সফল হতে পারলাম না। দ্বিতীয় আঘাতের পরই ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হই। বহু বছরের লড়াই এবার নাকে প্রচণ্ড ব্যথা হয় । তখনই আমার মনে হয়, ‘যথেষ্ট হয়েছে’। তার পর আমি ম্যাচ ছাড়তে বাধ্য হই।
এই বিষয়ে বিক্ষুব্ধ ইটালির প্রধানমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমি মনে করি যাদের জিনে পুরুষের বৈশিষ্ট্য রয়েছে, তাঁদের মহিলাদের প্রতিযোগিতায় নামতে দেওয়া উচিত নয়।”
অলিম্পিকের মতো আসরে নিয়মের বিশৃঙ্খলা নিয়ে ক্রীড়া মহলে সমালোচনা হয়েছে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news