12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

Shyam sundar dey case puja banerjee actress

Puja Banerjee Actress : অভিনেত্রী পূজা ব্যানার্জী অপহরণে অভিযুক্ত, শ্যাম সুন্দর দে প্রযোজক কে অপহরণ। উদ্ধার করে পুলিশ

বাংলা সিনেমা ও বলিউড সিনেমা তে জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জীর ( Puja Banerjee Actress)বিরুদ্ধে অপহরণের মামলা। অভিযোগ প্রযোজক কে অপহরণ করে মুক্তি পণ আদায় করেছেন !!!

🧠 AI Overview:
অভিনেত্রী পূজা ব্যানার্জী ও তার স্বামী কুণাল বর্মা-র বিরুদ্ধে গোয়া-তে প্রযোজক শ্যামসুন্দর দে-কে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রযোজককে মারধর করে ₹২৩ লক্ষ টাকা দাবি করা হয়, এবং এই টাকা RTGS-এর মাধ্যমে পূজার ঘনিষ্ঠ এক ব্যক্তির অ্যাকাউন্টে যায়।গোয়া পুলিশ ভারতীয় দণ্ডবিধি (BNS 2023) অনুযায়ী জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। এই ঘটনায় পূজা ব্যানার্জী এখনও কোনও মন্তব্য করেননি।

 

 

Why is Puja Banerjee famous?

পূজা ব্যানার্জী তিনি বলিউডের জনপ্রিয় নায়িকা, তার ক্যারিয়ারের শুরু টা হিন্দি সিরিয়ালের মাধ্যমেই হয়েছিলো।তারপরে সিনেমাতে ও অভিনয়ের করেছেন।

তার প্রথম সিরিয়াল কাহানি হামারা মহাভারত কি মাধ্যমে হিন্দি অভিনয় জগতে তিনি পরিচয় পেয়েছিলেন।এছাড়াও তুঝ সে প্রেত লাগায় সজ্‌না,সর্বজ্ঞান সম্পন্ন ইত্যাদি সিরিয়ালে অভিনয় করেছেন।

পূজা ব্যানার্জীর সাথে কি ঘটেছে

তিনি সাম্প্রতিক সময় একটি ভিডিও পোস্ট করে তার অবস্থার ব্যাপারে দর্শকদের জানান।সেখানে বিপর্যস্ত পূজা বলে তিনি তার পরিচিত ব্যাক্তির দ্বারা আর্থিক দিক থেকে প্রতারিত ,সকল টাকা খুইয়েছেন। এখন তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। দর্শক ও এই অভিনেত্রীর কথা শুনে আবেগ আপ্লুত হয়েছিলেন ।কিন্তু ব্যাপার সম্পুর্ন পাল্টে গেলো।

অভিযোগ এর তীর এখন তার দিকেই।তার বিরুদ্ধে উঠেছে ২৩ লক্ষ টাকা মুক্তিপণ আদায় ,অপহরণের মতো অভিযোগ, শুধু তিনি নন অভিনেত্রী পূজা ব্যানার্জীর স্বামী কুণাল ভার্মার বিরুদ্ধে ( Puja Banerjee Husband) এই ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছেন প্রযোজকের স্ত্রী।

পূজা ব্যানার্জী বিরুদ্ধে প্রযোজকের স্ত্রী কি অভিযোগ এনেছে

Puja Banerjee Kidnap Case

শ্যামসুন্দর দে, বাঙালি  একজন বিখ্যাত  প্রযোজক। ।তার স্ত্রী মালবিকা দে গোয়া র একটি থানায় লিখিত অভিযোগ কর বলেছেন ” তার স্বামী মিস্টার শ্যামসুন্দর দে তিনি গোয়া তে  একটি ব্যাবসায়িক সফরে থাকার সময় ,একদল ব্যাক্তি অপহরণ করে তার স্বামীকে।তিনি আরো অভিযোগ পত্রে লিখেছেন এই ঘটনায় (৩১ মে ২০২৫-এর রাতে) তার স্বামীকে গাড়ি থেকে নামিয়ে মারধোর করা হয়।এমনকি মুক্তিপণ চাওয়ার অভিযোগ করেছেন তিনি।”

তার স্বামী সেই মুহূর্তে ২৩ লক্ষ টাকা জোগাড় করে ,এই অপারেশনে নেতৃত্ব দিয়েছিলো অভিনেত্রী পূজা ব্যানার্জী ( Puja Banerjee Actress)

শ্যামসুন্দর থেকে চৌঁশট্টি লক্ষ টাকা দাবি করলেও তার পক্ষে ওই টাকা দেওয়া সম্ভব ছিলো না ,তাকে প্রাণ নাশের হুমকি ও দেওয়া হয়।পূজার স্বামী কুণাল ভার্মা র এক বন্ধু পীয়ূষ কোঠারি কে নিয়ে এই অপরাধে যুক্ত হয়।

প্রযোজকের স্ত্রী যে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ,এবং সেটির প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন , অপহরণের মুক্তি পণ বাবদ ২৩ লক্ষ টাকা ট্রান্সফার হয় RTGS এর মাধ্যমে।এই টাকা পূজার সহকারী মুনমুনের দ্বারা পাঠানো হয় পূজার ব্যাংকের একাউন্টের  স্লিপ তিনি পোস্ট করে বলেন তিনি এই টাকা নিয়েছিলেন এটা প্রমাণিত হয়েছে ।

পূজা ব্যানার্জী ,তার স্বামী কুণাল ভার্মা ,বন্ধু পীয়ূষ কোঠারি নামে পুলিশ কি মামলা দিয়েছে

অভিনেত্রী ,তার স্বামী কুণাল ভার্মা এবং পীযুষ কোঠারি বন্ধু এই তিনজনের নামে অপহরণ ,ভয় দেখিয়ে লুঠপাট ইত্যাদি অভিযোগে গোয়া পুলিশ মামলা দিয়েছে।

ভারতীয় নায়া সানহিতা (বিএনএস), 2023 দ্বারা

গোয়া পুলিশের FIR অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে রয়েছে:

126(2): ব্যাক্তিকে বাধা প্রদান

137(2): অপহরণ

140(2): মুক্তিপণ আদায়

308(2): আটকে রেখে মারধর

115(2): ইচ্ছাকৃত আঘাত

351(3): প্রাণনাশের হুমকি

61(2) ও 3(5): অপরাধমূলক ষড়যন্ত্র

এই অ্যাক্ট গুলির প্রত্যেকটি প্রায় জামিন অযোগ্য ,এই ব্যাপারে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অভিনেত্রী পূজা ব্যানার্জীর ( Puja Banerjee Actress) কে জিজ্ঞাসা করলে তিনি এই ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি।