Katwa Burdwan :কালীপুজোর(Kali Puja 2024) আগে মায়ের মহিমা পুকুর থেকে উঠলেন সোনার কালী’ মূর্তি
Katwa Burdwan: একে বলে বিশ্বাস মিলায় বস্তু তর্কে বহুদূর।আপনি তর্কে পাবেন না যার তল তিনি মা আদ্যাশক্তি মহামায়া দেবী কমলা তিনি বিভিন্ন রূপে ,স্থানে আবির্ভূত হন,তার রূপ ও রূপান্তর বুঝতে ভার সাধারণের,তেমনি মা কালীপুজোর(Kali Puja 2024 ) আগে পুকুর থেকে উঠলেন
এযেনো রূপকথার বাস্তবে রূপান্তর কাটোয়ার গোয়াই গ্রাম নিখাদ পাড়া গেয়ে এলাকায় ঋতু হাতে উঠে এলেন মা কালি (Kali Puja 2024 ) রূপের মহিমায় অভিভূত গ্রামবাসীরা।
এদিন পুকুরে স্নান করতে যায় গ্রামের মেয়ে ঋতু হঠাৎই তার হাতে ধাতব কিছু ঠেকে ,প্রথমে লোহা কিছু মনে করে।তারপরেই সেটি কিছু সময় হাতে লাগতেই তুলে দেখতে পান ভুবনমোহিনী মায়ের মূর্তি, সেটিও সোনার ,এই মূর্তি দেখে ঋতু কিছুটা অবাক হয়ে যায়।জলের তলায় কি ভাবে মায়ের ধাতব মূর্তি।
এই খবর ছড়িয়ে পড়তেই উৎসুল জনতার ভিড় পুকুরের পাশে।গ্রামবাসীদের থেকে খবর যায় স্থানীয় থানায়। পুলিশ এসে উপস্থিত হয় এলাকায়।মূর্তিটি পরীক্ষার জন্য স্বর্ণকারকে সেখানে নিয়ে আসা হয়।তিনি দশ ইঞ্চি উচ্চতার মূর্তিটি পরীক্ষা করে জানিয়েছেন এটি পিতলের মূর্তি।
দক্ষিণাকালীর(Kali Puja 2024 ) মূর্তি, সেটি মন্দিরে তেই স্বভাবত থাকে,সেটি কি ভাবে পুকুরে পাওয়া গেলো সেই নিয়ে ধর্মপ্রাণ মানুষের মনে উৎসুক্য ,তাদের সিধান্ত স্থানীয় মন্দিরে পূজিতা হবেন মা দক্ষিণাকালী।
মায়ের মূর্তি উদ্ধার সেটা আবার কালী পুজোর আগে সাধারণ মানুষ এটিকে ভুবনমোহিনী লীলাখেলা বলেই বর্ণনা করেছেন।কাটোয়ার( Katwa Burdwan) গোয়াই গ্রাম ধর্মীয় সম্প্রীতি নজির রেখে এখানে বিবিহার কালীপুজোতে (Kali Puja 2024 ) হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের অংশগ্রহণ করে আসছেন।
সেখানে মায়ের এই উত্তরণ স্বাভাবিক ভাবেই মানুষিক প্রশান্তি ,ও ধার্মিক উদ্দীপনা এনেছে সাধারণ মানুষের মধ্যে।তাদের উৎসাহ নজরে এসেছে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news