Govt Cuts Toll Rates for Bridges; Tunnels | জাতীয় সড়কে সেতু ও টানেলে টোল হ্রাস
সেতু ও টানেলের টোল কমানো হলো – ২০২৫ সালের নতুন নির্দেশিকা|Govt Cuts Toll Rates for Bridges ; Tunnels
Ministry of Road Transport and Highways তরফে কমানো হলো টোল ফি ব্রিজ ও টানেলের ক্ষেত্রে নিয়মে বিশেষ চেঞ্জ এসেছে।
National Highways Fee 2008 আইনের অধীনে একটি পরিবর্তিত ফি সংগ্রহের সিধান্ত 2 জুলাই 2025 থেকে কার্যকর হয়েছে।
কোথায় কোথায় এই টোল ছাড় প্রযোজ্য?|Where does this toll discount apply?
এই টোল ফি ছাড় জাতীয় সড়কে দৈর্ঘ্য ,প্রস্থের ভিত্তিতে নির্ধারিত হবে।ফ্লাইওভার , টানেল ,এলিভেটেড এক্সপ্রেসওয়ে তে এই ছাড় সুবিধা পাবেন ড্রাইভাররা।
জাতীয় সড়কে ফ্লাইওভার , টানেল ,এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাঠামো ক্ষেত্রফল চেঞ্জ আনছে কেন্দ্রীয় সড়ক পরিবহন দফতর।
[saswp_tiny_howto headline-0=”h2″ step_title-0=”How much Toll rates reduced for bridges tunnels” step_description-0=”জাতীয় সড়কে টানেল, সেতু, উড়ালপুল এবং এলিভেটেড করিডোরের টোল ফি 50 শতাংশ হ্রাস ঘোষণা সড়ক পরিবহন দফতর ” image-0=”” count=”1″ html=”true” days=”” hours=”” minutes=”” cost_currency=”” cost=”” description=”কাঠামো তে দৈর্ঘ্যের দশগুণ অথবা কাঠামোগুলি সহ বিভাগের মোট দৈর্ঘ্যের পাঁচগুণ।”]
এই ব্যাপারে সরকার একটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছেন
এখানে স্ট্রাকচার মানে টানেল ,ফ্লাইওভার এলিভেটেড করিডোরের বোঝানো হয়েছে।একটি হাইওয়ে কিলোমিটার হিসাবে 40 ,সেটির পুরানো সিস্টেমের চার্জ (40×10=400 কিলোমিটার হিসাবে প্রযোজ্য হতো।
আপনি এই আর্টিকেল গুলি পড়তে পারেন :
এখন নতুন টোল নিয়মে (40×5=200 কিলোমিটার হিসাবে toll fee নেওয়া হবে। সড়কের ড্রাইভারদের এইক্ষেত্রে আর্থিক সুবিধা পাবে ।
Toll Rates for Bridges; Tunnels
এই ব্যাপারে সংবাদ মাধ্যমে ড্রাইভাররা সরকারের এই উদ্যোগ কে প্রসংশা করেছে।তাদের গন্তব্যের পথে টোল গুলিতে মাসুল হ্রাসের সাথে তারা টোল প্লাজা গুলির কর্মীদের ব্যাবহারে খেয়াল রাখতে মতামত ,জানিয়েছে।কর্মীদের ব্যাবহার বেআইনি টাকা আদায় ইত্যাদি ব্যাপারে প্রশাসনের নজরদারি ,দরকার আছে।

12NewsWorld Desk Report is the official editorial team of 12NewsWorld.com, bringing you timely, accurate, and unbiased news from West Bengal, India, and around the world. Our desk compiles, verifies, and delivers news
Committed to journalistic integrity and quality reporting, the 12NewsWorld Desk ensures every story meets our standards for accuracy, clarity, and relevance. We aim to keep readers informed, engaged, and empowered with the latest developments, insights, and in-depth coverage.
Written by 12NewsWorld Desk Report
