how to apply for obc certificate West Bengal || পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেটের জন্য কি করে আবেদন করবেন
how to apply for obc certificate West Bengal : আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে ওবিসি সার্টিফিকেটের জন্য কি করে আবেদন করবেন আসুন জেনে নিই এই প্রতিবেদনে।
সুপ্রিমকোর্টে সাম্প্রতিক ওবিসি মামলা নিয়ে নির্দেশের পরে ,রাজ্য সরকারের তরফে একটি অপশন তাদের পোর্টালে যুক্ত করা হয়েছে।আপনি ওবিসি সার্টিফিকেটের জন্য পুনরায় আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গ হাইকোর্ট কর্তৃক বাদ দেওয়া ৭৪টি জাতির জন্য রাজ্য সরকারের নতুন নির্দেশিকা মতে, এখন অনলাইনে , অফলাইনে দুই পদ্ধতির দ্বারা আপনি আবেদন করতে পারবেন।
বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল।
কোলকাতা হাইকোর্টের এই নির্দেশ কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিমকোর্টে মামলা করেছিলো। রাজ্য সরকারের আবেদনে সারা দিয়ে আদালত শুধুমাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষা এর জন্য স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। কোলকাতা হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ এক্ষেত্রে তদন্তে প্রভাব ফেলবে না।
obc certificate renewal west bengal
পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেট নিয়ে ৬৬ টি ৬৬টি সম্প্রদায়কে পুনঃবৈধকরণ ( Revalidation) এর নির্দেশ দিয়েছে আদালত।
রাজ্য কে কোর্টের নির্দেশে ৭৪ টি সম্প্রদায়ের পুনরায় আবেদন যাচাই (Re-issuance) এর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।কোলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সরলীকরণের মাধ্যমে এই পদ্ধতি করবে।
Government of West Bengal application for sc st obc certificate
আপনি বিদিও অফিসে এই দুই প্রকার শংসাপত্রের (Revalidation )এবং(Re-issuance) জন্য আবেদন করতে পারবেন । অফলাইনে এই পদ্ধতির জন্য আপনাকে বিডিও অথবা এস ডি ও অফিসে দরখাস্ত করতে হবে। বিডিও ,এস ডি ও এর কাছে আপনার সমস্ত নথি ।আপনার নাম সরকারী তালিকায় OBC এর ( A,B) কোনটি তে সেটি দেখে অনলাইনে আপনাকে একটি ফ্রম পূরণ করতে হবে।
আপনি প্রথমে রাজ্য সরকারের এই সাইটে ভিজিট করবেন (https://castcertificatewb.gov.in)
- obc certificate renewal west bengal
- আপনি Apply for OBC অপশনে ক্লিক করবেন।
- আপনার ওবিসি সার্টিফিকেট ডিজিটাল কপি থাকলে Yes অথবা আপনার সার্টিফিকেট না থাকলে No অপশনে ক্লিক করবেন।
- আপনার পিতার নাম,আপনার নাম ব্লক , মহাকুমা ইত্যাদি দেবেন,মোবাইল নম্বর ,এপিক নম্বর ( ভোটার কার্ড নম্বর) দিয়ে দেবেন।
- আপনার প্রয়োজনীয় নথি : আধার কার্ড,পঞ্চায়েত/ পৌরসভার দেওয়া আয়ের নথি।আপনার চাকরির নথি ইত্যাদি দিতে হবে।
- সাবমিট করে রেফারেন্স নম্বর সংগ্রহ অবশ্যই করবেন
আবেদন এবং আপনার সার্টিফিকেট ,আপনি পাওয়ার সঠিক সময়সীমা
আপনার দেওয়া নথি গুলি যাচাই করবে রাজ্য সরকারে র জাতিগত সংশাপত্র প্রদানকারী দফতর। BDO এবং SDO অফিসের সম্বনয়ে দ্রুত সংশাপত্র প্রদান করা হচ্ছে।তবে আপনার দেওয়া নথি আসল হওয়ার দরকার আছে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news
