বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে(Dilip Ghosh Wife) ,এমনি জল্পনা বিজেপির মধ্যে ।তাহলে এবার ব্রম্ভচর্য মানছেন না দিলীপ। বিয়ের পিঁড়িতে বিজেপির এই বর্ষীয়ান নেতা আঠারো তারিখেই বসছেন !!!!
See Also : West Bengal deed Search : আপনার জমির পুরাতন দলিল সার্চ ও ডাউনলোড পদ্ধতি
বিবাহিত দিলীপ ঘোষ বিজেপি নেতা স্ত্রীর(Dilip Ghosh Wife) নাম নিয়ে জল্পনা !!!
বিজেপি নেতা র আন্দামানের আর এস এস নিয়মাবলী মেনে এখন সংসার জীবনে প্রমাণ প্রবেশের ইচ্ছা।পাত্রী হিসাবে নাম শুনতে পাওয়া যাচ্ছে রিঙ্কু মজুমদার নামে জনৈক এক মহিলার।
বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী(Dilip Ghosh Wife) রিঙ্কু নিউটাউনের বাসিন্দা এমন টা বিজেপি নেতারা জানিয়েছেন।তাদের মতে দলের রাজ্য সভাপতি র দৌড়ে এগিয়ে দিলীপ।এখনই বিয়ের মতো দায়িত্বে নিয়োজিত হতে নিষেধ করছেন ।
বিজেপির এই দাপুটে নেতার জন্য রাজ্যে তৃণমূল সরকার কে রাজনৈতিক ধাক্কা দিতে সমর্থ হয় রাজ্য বিজেপি ।
See Also : চাকরী বাতিলের আবহে বেতন বন্ধ ৩১৩ জন শিক্ষকের !!! কোলকাতা হাইকোর্ট কি নির্দেশ।
দিলীপ ঘোষের জন্ম ও রাজনৈতিক জীবন
দিলীপ ঘোষ (জন্ম : ১ আগস্ট ১৯৬৪) মেদিনীপুর জেলা য়। রাজনৈতিক জীবন শুরু ১৯৮৪ সালের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংস্থার সদস্য হয়ে।হিন্দু ধর্মের রক্ষা এই শপথ ছিলো যুবক দিলীপের ।
তিনি ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সংঘের কাজে নিয়োজিত ছিলেন। আরএসএস প্রধান কেএস সুদর্শনের সহকারী হিসেবে তিনি কাজ করেছেন।
দিলীপ ঘোষ(Dilip Ghosh BJP) বিজেপি তে যোগ দিয়েছিলেন ২০১৪ সালে,২০১৫ বিজেপির রাজ্য সভাপতি নিযুক্ত ও তিনি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর থেকে ২০১৬ তে বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, বিরোধী ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী জ্ঞান সিং সোহানপালকে পরাজিত করে জয়লাভ করেছিলেন।
পশ্চিমবঙ্গের বিরোধী শক্তি হয়ে ওঠা বিজেপির চালিকা শক্তি ছিলেন দিলীপ ঘোষ।তিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস কে রাজনৈতিক ধাক্কা দেন।সংগঠন ছাড়াই পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে ১৮টি আসনে জয়লাভ করে।
এই দাপুটে নেতার বক্তৃতায় কেঁপে ওঠে বুক,তিনি যে রাজনৈতিক দাওয়াই দেন বক্তৃতায় সেখানে মহিলা ও পুরুষের ছাড় নেই।নারীদের নিয়ে তার মুখরা বক্তব্যের জন্য বিতর্ক সৃষ্টি হয়েছে বহুবার।তবে তিনি পাত্তা দেন নি ।সেই দিলীপ ঘোষ ই এবার নরম হচ্ছেন প্রায় ৫০ টি বসন্ত পার করে এই বৈশাখে ই দুই হাত এই হতে চলেছে বলে গুঞ্জন বিজেপি তে।
রাজ্যের বিজেপি নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে হর হামেশাই , এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব,ঈর্ষার বহিঃপ্রকাশ !!! দিলীপ ঘোষের স্ত্রী(Dilip Ghosh Wife) হিসাবে রিঙ্কু মজুমদার যে নাম শোনা যাচ্ছে ,তিনি ও বিজেপির নেত্রী। বিবাহবিচ্ছিন্না মহিলার একটি ছেলেও রয়েছে।
দিলীপ ঘোষ (Dilip Ghosh BJP)ঘনিষ্ঠ দের দ্বারা জানা গিয়েছে দলের একাংশ বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ের খবর ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্যত ।এমন বিষয়ের প্রশ্নই উঠছে না। বিয়ের বিষয়ে তিনি রাজি নয় ।যেমন দল পরিচালনা ও ভারতীয় হিন্দু র রক্ষাকর্তা হিসাবে আছেন থাকতে চায় দিলীপ ঘোষ।
বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ঘোষের নাম প্রস্তাব অগ্রগণ্য তাই বিয়ের গুঞ্জনের খবরে ভাবমূর্তি ক্ষুন্ন করতে এই খবর ছড়ানো হয়েছে বলে বলছেন রাজ্য বিজেপি দিলীপ ঘনিষ্ঠ নেতারা।বিয়ে নিয়ে চিন্তিত নয় দিলীপ এই নেতা এমনটাই বলেছেন।