12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

SAVE 20260107 051735

ICC Response BCB Regarding T20 World Cup 2026: বিসিবির আবেদন নাকচ !!! বিশ্বকাপ খেলতে হবে ভারতেই কি বললো নিয়ামক সংস্থা

মুস্তাফিজুর রহমানের ইস্যুতে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে বিসিবি ভারতে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে যেতে নারাজ ছিলো।

কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে আইপিএল 2026-স্কোয়াড থেকে বাদ দিতে জোরেশোরে বাংলাদেশে উঠেছিলো বয়কট আইপিএল।

বিসিসিআই এর তরফে ভারতের হিন্দু সংগঠনের বিক্ষোভ স্পষ্ট করে না বললেও একপ্রকার সাম্প্রতিক অবস্থানের জন্য কলকাতা নাইট রাইডার্স কে মুস্তাফিজুর কে রিলিজের জন্য বলা হয়।

এই নির্দেশের পরে বিসিবি সিধান্ত নিয়েছিলো বাংলাদেশ টিম কে নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারতে বিশ্বকাপ ২০২৬ এর ম্যাচ গুলি খেলতে দিতে না যাওয়া।

সরকারের তরফে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিলো ভারতে বিশ্বকাপ খেলতে যাবেনা বাংলাদেশ দল।

আইসিসি কে মেইল মারফৎ বিসিবি জানিয়ে দেয় নিরাপত্তা ইস্যু নিয়ে সরকারি তরফে নির্দেশিকার জন্য ভারতে তারা যাবেন না।

আইসিসি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্পষ্ট করেনি তাদের সিধান্ত , মঙ্গলবার ছয় জানুয়ারি ২০২৬ ICC Response BCB তাদের ভারতেই ম্যাচগুলো খেলতে হবে।

ESPNcricinfo এর তরফে একটি প্রতিবেদনে বলা হয়েছে এদিন বিসিবি কে বলা হয় তাদের ভারতেই খেলতে হবে না হলে ম্যাচ ফি কাটার কথা বলা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে আইসিসি (ICC Response BCB) এর স্পষ্ট বার্তা খেলতে হলে ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশ দলকে।

বাংলাদেশ দলের নিরাপত্তা ইস্যু এক প্রকার ধোপে টিকলোনা বলে মনে করছে ক্রীড়া বিশ্লেষকেরা।আইসিসি এর তরফে যুক্তি দেওয়া হয় এই সংক্ষিপ্ত সূচিতে ম্যাচগুলো ভেন্যু বদল সম্ভব নয়।

এদিনের মুম্বাইয়ের বৈঠকে অনলাইনে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বাংলাদেশ বিসিবি এর তরফে যুক্ত হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল বোর্ড প্রেসিডেন্ট ,প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী , এখনও আইসিসির তরফে আনুষ্ঠানিক জানানো হয়নি T20 World 2026 Bangladesh এর প্রস্তাবের তরফে তাদের অবস্থান।এদিনের বৈঠকের পরে বিসিবি পরবর্তী সিধান্ত নেবে বলে জানানো হয়েছে ।