12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

SAVE 20251126 163415

Imran Khan Murder News : পাকিস্থানের জেলে নিহত ইমরান !!! পিটিআই এর বিক্ষোভ আদিলওয়ারা জেলের বাইরে।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান নিহত ( Imran Khan Murder News) এইরকমই একটি গুজব ছড়িয়ে পড়েছে। তবে এই নিয়ে এখনো পর্যন্ত সত্যতা পাওয়া যায়নি।

পাকিস্তান তাহেরি কেহীন পিটিআইয়ের একটি টুইটার পোস্টে জানা গেছে জেলের মধ্যে আইএসএসের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্থান সরকার অথবা প্রশাসনের তরফে এই ঘটনার সত্যতা মানা হয়নি।

এই ঘটনা ইমরান খানের পরিবারের তরফ থেকে আদিয়ালা জেলের বাইরে তার সাথে সাক্ষাতের জন্য বিক্ষোভ দেখানো হচ্ছে।

এই নিয়ে আফগানিস্থানের গণমাধ্যমগুলোর( Afgan Media ) খবরে এই সম্ভাবনা আরো জোরদার হয়েছে ।তারা প্রকাশ করেছে গণমাধ্যমে তেহরিক-ই-তালিবানের (TET) এর প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দেহ জেল থেকে বের করেছে ।

লাইভ ভিডিওতে ঘটনা দেখা গেছে তার পরিবারের তরফ থেকে তার বোনেরা এসে হাজির হয়েছেন ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য।

ইমরান খানের বোন নওরিন খান পাকিস্তানি সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন ” আদালতের নির্দেশ বাস্তবায়ন না হওয়া খুবই দুর্ভাগ্যজনক , তার সাথে পাকিস্থানের ইসলামাবাদের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ রানা তানভীর দেখা করে বিক্ষোভ প্রশমন এর চেষ্টা করলেও ব্যর্থ হয়।

ইমরানের বোন নওরিন আলিমা এবং উজমা খান, তাদের বাধার মুখে পড়তে হয়। সেই অঞ্চলেই তারা বসে পড়েন বিক্ষোভে।

আলিমা এই রকম ঘটনা জানিয়েছেন ” আইনের শাসন প্রতিষ্ঠা না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে ।জঙ্গলের আইনের শিকার হবে।

অপরদিকে আরেক পিটিআই নেতা সিন্ধু সভাপতি হালিম আদিল শেখ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন একটি ভিডিও এই বিক্ষোভে পুলিশের বল প্রয়োগের ঘটনা দেখা যায়।
তিনি বলেন আমাদের লক্ষ্য ইমরান খানের মুক্তি ,পাকিস্থানের আইনের শাসনের নিন্দা , করেছেন এই নেতা।