India-Pakistan war : ভারতীয় সেনার প্রত্যাঘাত আবারও নিয়ন্ত্রণ রেখায় অবাধে পাক গুলি। জবাব ভারতের নিহত ১০ পাক সেনা
পাহালগাম হামলার বদলা নিয়েছে ভারতীয় সেনাবাহিনী( Indian Army) গুঁড়িয়ে দেওয়া হয়েছে জায়শি মহম্মদ , লস্করে তৈবার ঘাঁটি।
এবার ভারতীয় সেনার জবাব বুলেটের মাধ্যমে উত্তর ভারতীয় সেনার,দিশেহারা পাকিস্থান ,সাহায্য পাচ্ছে না আমেরিকা,চিন,রাশিয়া দেশগুলি থেকে ।
এবার সীমান্তে লাগাতার গুলি বর্ষন পাকিস্থানের আর্টিলারি গান , শেলিং মাধ্যমে জম্মুতে আক্রমণ ।
ভারত পাকিস্থান যুদ্ধ (India-Pakistan war) পরিস্থিতি থামছে না গোলাগুলি
পাকিস্থানি সেনার( Pakistan Arm Force) গুলি এবার মুখ বুঝে সহ্য করেনি ভারতীয় সেনা ,পাল্টা গুলি ভারতীয় সেনার ,নিহত ১০ পাক সেনা।
ভারতীয় সেনা ,বিমান ,নৌবাহিনী যৌথ আক্রমণে বিপর্যস্ত হয় পাকিস্থান।মঙ্গলবার ভোর রাতে পাকিস্থানের অধ্যুষিত পাঞ্জাব প্রদেশে জঙ্গিদের ডেরা গুঁড়িয়ে দেয় ,বিমান বাহিনী।
ভারতীয় সেনা নয়টি জায়গায় আঠাশ টি মিসাইল আঘাত করে।পাকিস্থান গণমাধ্যম জানিয়েছে এখনও পর্যন্ত 26 জন মানুষ এই এয়ার স্ট্রাইকে নিহত হয়েছে।
বেকায়দায় পড়ে গেছে পাকিস্থান ভারতের বিরুদ্ধে দেশটির যুদ্ধ(India-Pakistan war ) চালানোর অর্থ নেই,রাষ্ট্র সংঘে গিয়ে সুবিধা করতে পারেনি,সাফ জানিয়ে দেয় সন্ত্রাস বাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
ডোনাল্ড ট্রাম্প(Donald Trump) তিনি ও প্রসংশা করে বলেছেন আমেরিকা ও সন্ত্রাস বাদের বিরুদ্ধে লড়ছে।ভারতীয় জঙ্গি দমন অপারেশন সিঁদুর এর প্রসংশা করেছে।
এদিন 7 মে পাকিস্থানের প্রধানমন্ত্রী শেহবজ শরীফ (Shehbaz Sherif) জানিয়ে দেন উপযুক্ত জবাব দেওয়া হবে ভারতকে,তবে সীমান্তে গোলাবর্ষণ করে এছাড়া এখনও প্রত্যাঘাত করতে সক্ষম হয়নি ।
পাকিস্থানের সীমান্তে(Pakistan Border) গোলা বর্ষণের জন্য ভারতীয় ১২ জন মানুষ সীমান্তবর্তী এলাকায় নিহত হয়েছিলো।এদিন আবারও সীমান্তে গুলি চালাতে থাকে পাকিস্থান সেনাবাহিনী ,প্রস্তুত ছিলো ভারতীয় সেনা বাহিনী ও পাল্টা গুলি চালনায় নিহত ১০ পাক সেনা।
ভারতবর্ষ বুঝিয়ে দিচ্ছে সন্ত্রাসবাদীদের মদত দিয়ে ভারতের উপর আক্রমণ বরদাস্ত করবে না ভারতীয় সেনা বাহিনী

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news