আকাশে উড়ছিলো হটাৎ ই ভ্যানিশ হয়ে গেলো আস্ত একটি বিমান। অ্যানটোনভ এএন-২৪ যাত্রীবাহী বিমানে কেবিন ক্রু পাইলট এবং যাত্রী নিয়ে মোট পঞ্চাশ জন উপস্থিত ছিলো।
রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এটিসির,টাইন্ডার শহরের আমূর প্রদেশে কাছে বৃহস্পতিবার (২৪ জুলাই) এই বিমানের সাথে সংযোগ ছিলো এর পরে বিমানটি রাডারে খুঁজে পাচ্ছে না বিমান বন্দর কর্তপক্ষ।চালকের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ,হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স কে এক বার্তায় বিমান বন্দরের তরফে কর্তপক্ষ জানিয়েছে চিনা সীমান্তের সামনে দিয়ে উড়ছিলো,হঠাৎ ই যোগাযোগ বিচ্ছিন্ন হয়।এখনও পর্যন্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়নি।রাশিয়ার আভ্যন্তরীন নিরাপত্তাবাহিনী তল্লাশি চালু, করেছে।
সম্প্রতি ভারতের আহমেদাবাদের এবং বাংলাদেশের মাইলস্টোন কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা সন্ত্রস্ত করেছে বিমান যাত্রায়।তার মধ্যে রাশিয়ার এই ফ্লাইট নিখোঁজ ,নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ভাসিলি অরলভ রাজ্যপাল তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বিমান উদ্ধারে সকল দরকারি সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।সেনাবাহিনী পর্যাপ্ত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
এই বিমান নিখোঁজের পিছনে যান্ত্রিক গোলযোগ না কি নাশকতা এই তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞরা।বিমানটি এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ,উদ্ধারকারী দল প্রচেষ্টা করছে রাশিয়ান এই ফ্লাইট টি উদ্ধারের।
যাত্রীবাহী বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে সাম্প্রতিক খবরে প্রকাশ হয়েছে।বিমানের