Jaipur News: জয়পুর হাসপাতালে আগুন
ভোর রাতে হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড,মৃত্যু ৬ রোগীর পাঁচজন আহত হয়েছেন ।Jaipur News এ উদ্বিগ প্রশাসন
হাসপাতালের ট্রমা সেন্টার শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
বিধ্বংসী আগুনের গ্রাসে হাসপাতালের ভিতর থেকে রোগীদের বের করে নিয়ে আসতে সমস্যা।হাসপাতালের কর্মীদের সহযোগীতায় কিছু রোগীকে বের করে আনা হয়েছে।
আগুন এবং বিষাক্ত ধোঁয়ায় চেয়েছে ট্রমা ইউনিট।ট্রমা ইউনিটের তরফে ইনচার্জ জানিয়েছেন বেশিরভাগ রোগী কোমায় ছিলেন। তাদের জীবন বিপন্ন হয়েছে ,এখনও পর্যন্ত পাঁচজন গুরুতর আহত তাদের অবস্থা সঙ্কটজনক ,আরো বাড়তে পারে আহতের সংখ্যা। মৃতদের মধ্যে দু’জন মহিলা এবং চারজন পুরুষ আছেন।
জয়পুর এই খবর ( Jaipur News) পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ জানিয়েছেন ফরেনসিক টিম তদন্ত শুরু করেছে।প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট মনে করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
জয়পুরের সাওয়াই মান সিং হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা হসপিটালে এসে উপস্থিত হয়।তিনি এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে নিহত এবং আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
রবিবার রাত্রে জয়পুরের এই খবর সংবাদ মাধ্যম ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন রোগীদের আত্মীয়রা ভিড় করে হসপিটালের সামনে ।প্রশাসনের দ্বারা তাদের সামলানো হয়।
জয়পুর হসপিটালে আগুন খবরে এখনও পর্যন্ত জানা যাচ্ছে বিল্ডিং এর মধ্যে থাকা নথিপত্র আইসিইউ এর সরঞ্জাম,চিকিৎসার যন্ত্রাদি আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে ।
এই ঘটনায় হসপিটাল কর্তিপক্ষ জানিয়েছে আইসিইউ ভর্তি ছিলো এগারো জন রোগী এছাড়া সেমি আইসিইউ তে ভর্তি ছিলো তেরো জন রোগী।
জয়পুরের এই সংবাদেে( Jaipur News) ঘটনাস্থলে সোমবার আসেন রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিংহ বেধাম , তিনি বলেন শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত । মুখ্যমন্ত্রী আহতদের পাশে থাকবেন জানিয়েছেন । নিহতের পরিবারের লোকজন কে তিনি সমবেদনা জানিয়েছেন। তিনি প্রাথমিক উদ্ধারের ব্যাপারে প্রশাসন দক্ষ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন।
অপরদিকে রোগীর আত্মীয়রা এদিন হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করে।তাদের অভিযোগ জ্বলন্ত আইসিইউ-তে রোগীদের চিন্তা না করে হাসপাতালের কর্মীরা পালিয়ে যায় ।
তবে বিকাশ নামের এক হাসপাতাল কর্মী জয়পুরের হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় জানিয়েছেন তারা খবর পেয়েই আইসিইউ তে উপস্তিত হয়ে উদ্ধারকার্য নেমে পড়ে।উদ্ধারের চেষ্টা করা হয় বলে জানিয়েছেন।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news