Kamakhya Express train derails : কামাক্ষ্যা এক্সপ্রেস লাইনচ্যুত,উল্টে গেছে একাধিক বগি
Train Accident : কামাক্ষ্যা এক্সপ্রেস(Kamakhya Express) লাইনচ্যুত,বেঙ্গালুরু থেকে অসমের কামাক্ষ্যা যাচ্ছিল ট্রেনটি।
Train Accident : রেল দুর্ঘটনা লাইনচ্যুত কামাক্ষ্যা এক্সপ্রেসের একাধিক বগি।আবারো ভারতীয় রেলের দুর্ঘটনার কবলে ,একের পর এক বগি উল্টে বেসামাল কামাক্ষ্যা এক্সপ্রেস

ট্রেনটি বেঙ্গালুরু থেকে অসমের কামাক্ষ্যা যাচ্ছিল।মাঝ রাস্তায় তীব্র ঝাঁকুনি।রেকের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ।
এই মুহূর্তে উদ্ধারকারী দল এসে পৌঁছায়নি । খাবার থেকে পানীয় জলের সংকট ।যাত্রীদের হয়রানির অভিযোগে।
এদিন বেলা ১১:৩৬ মিনিট নাগাদ কামাক্ষ্যা এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।যাত্রীরা মাঝ রাস্তায় আটকে আছে।চৌদওয়ার অঞ্চলে মঙ্গুলি হল্টের কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি।কটক স্টেশন ছেড়ে যেতেই বিকট শব্দ শোনা যায় , বগির নিচে।যাত্রীরা আতঙ্কে লাইনে নেমে পড়ে।
বেঙ্গালুরু থেকে (Bengaluru-Kamakhya Superfast Express) কামাক্ষ্যা যাচ্ছিলো ট্রেনটি, বেঙ্গালুরু থেকে এগারো বগির ট্রেনটি রওনা হয় অসমের কামাক্ষ্যা অভিমুখে।আটটি বগি ক্ষতিগ্রস্ত এই ট্রেন দুর্ঘটনায়।
ইস্ট কোস্ট রেলওয়ে সি পি আর ও অশোক কুমার মিত্র জানিয়েছেন তিনি জেনেছেন ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়ে।তিনি জানিয়েছেন 11 এসি কোচকে লাইনচ্যুত হয়েছে।
এমন তথ্য পাওয়া যাচ্ছে।যাত্রীরা সুরক্ষিত আছেন।রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।DRM Khurda ও উচ্চ পদস্থ অফিসারেরা ঘটনাস্থলে পৌঁছেছে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news