Br Gavai Supreme Court

BR Gavai : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই-এর দিকে কে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন আইনজীবী

আদালতের মধ্যে বিচার প্রক্রিয়া চলছিলো হঠাৎ এক আইনজীবী জুতো ছুঁড়লেন বিচারপতি বিআর গাভাই( BR Gavai ) -এর দিকে তার পরেই আইনজীবী বলেন সনাতন ধর্মের অপমান সহ্য করবো না।

এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় সুপ্রিমকোর্টে ।আইনজীবী কে গ্রেফতার করেছে পুলিশ। রাকেশ কিশোর নামে আইনজীবী তিনি বলেন বিচারপতি এর একটি মন্তব্য করেছিলেন সনাতন ধর্মের দেবতাদের নিয়ে।

খাজুরাহো মন্দির সংক্রান্ত এক মামলার শুনানি তে বিচারপতি মন্তব্য করেছিলেন ” তুমি যদি বিষ্ণুভক্ত হও, প্রার্থনা করো” তিনি আরো বলেন প্রত্নতাত্ত্বিক স্থান এবং এর জন্য ASI-এর অনুমতি নেওয়া দরকার। এই বিষয় নিয়ে আইনজীবীরা বি আর গাভাই এর প্রতি ক্ষুব্ধ হয়েছিলো ।
প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন আমি ভুল বলিনি কোনো ধর্ম কে অপমান করতে শিখিনি।
বিচারপতির মন্তব্যের ক্ষোভের বহিঃপ্রকাশ এদিন সুপ্রিমকোর্ট চত্বরে প্রকাশ পেলো।প্রধান বিচারপতি সুস্থ আছেন ।তিনি বলেন “এই ধরনের জিনিসে প্রাভাবিত হওয়ার ক্ষেত্রে আমিই শেষ ব্যক্তি”
অর্থাৎ তিনি ঠারে ঠরে বুঝিয়ে দিলেন এই ব্যাবহার বরদাস্ত করা হবে না।

বিচারপতি বি আর গাভাই(BR Gavai ) এর পাশে দাঁড়ালেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা ।তিনি বলেন “সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘটনার প্রতিক্রিয়া ক্রিয়ার থেকে বেশি হয়ে যায়”।নিউটনের তৃতীয় সূত্রের কথা উল্লেখ করে তিনি বলেন “এখন প্রতিটি ক্রিয়ারই সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া দেখা যায়, মাই লর্ড”।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।