Loksabha Elections 2024: বাবা-মা ভোট দিলেই ছাত্র পাবে এক্সট্রা নম্বর ,অতিরিক্ত মাইনে কর্মীদের দেওয়া হবে
Loksabha Elections 2024 সেই জন্য ,ভোটারদের মাঝে ভোট দেওয়ার প্রবণতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়েছে ইলেকশন কমিশন।
তাদের প্রচার , ক্যাম্প , হ্যান্ড বিল ইত্যাদি দিয়ে ,মানুষের মধ্যে ভোট সম্বন্ধে উৎসাহ বৃদ্ধি করা চলছে।কিন্তু বাবা মা ভোট দিলেই ছাত্র পাবে এক্সট্রা নম্বর,শুধু তাদের জন্য নয় থাকছে স্কুলের কর্মীদের জন্য অফার।
student-will-get-extra-marks-if-parents-cast-their-votes-loksabha-election-fifth-phase
স্কুলের কর্মীদের ভোট দেওয়ায় উৎসাহ বৃদ্ধি করতে একদিনের মাইনে,অতিরিক্ত দেওয়ার ঘোষণা করা হলো।
লোকসভা নির্বাচনের পঞ্চম দফার উত্তরপ্রদেশের লখনউ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণের আগে তে এমনি সিধান্ত নেওয়া হলো সেন্ট যোশেফ স্কুলের তরফে ।
স্কুলের ম্যানেজার অনিল আগরওয়াল সংবাদ মাধ্যমে জানিয়েছেন ভোটের হার বাড়ানোর জন্য নয়া পরিকল্পনা এই নম্বর দেওয়া
ঠিক কতোটা নম্বর পাবেন বাবা মা ভোট দিলে তিনি বলেন আমরা এটা উপহার হিসাবে দেখছি ।যে বাবা মা ভোট দেবেন তার সন্তানকে আগামী পরীক্ষায় মায়ের ভোটের জন্য পাঁচ নম্বর ও বাবার ভোটের জন্য পাঁচ নম্বর মোট ১০ নম্বর অতিরিক্ত পাবেন।
এই নম্বর তারা একটি বিষয়ের জন্য নিতে পারেন।আলাদা বিষয়ের উপর নেওয়া যাবে জানিয়েছেন স্কুলের ম্যানেজার অনিল আগরওয়াল।
স্কুলের কর্মীদেরও অতিরিক্ত পাওনা একদিনের মাইনে বেশি পাবেন। এই বিষয়ে তার বক্তব্য গণতন্ত্রের উৎসবে মানুষ ছুটির দিন মনে করে ।
তাদের ঘরে বসে থাকা সেই অভ্যাস বদলের জন্য এই উদ্যোগ
ভোটের পরের দিন অভিভাবক ও শিক্ষকদের নিয়ে একটি মিটিংয়েরও আয়োজন সেখানে আঙ্গুলে ভোটের কালি দেখাতে পারলেই পাবেন অতিরিক্ত নম্বর। কর্মীদের ভোট দেওয়ার ছবি সেটা ,পরিবারের মানুষদের পোস্ট করতে বলা হয়েছে ।তাহলে তারা ও
পেয়ে যাবেন একদিনের অতিরিক্ত মাইনে।
গণতন্ত্রের উৎসবে ভোট দিলে ভেট হিসাবে টাকা পাওয়ার ঘটনা দেখা গেছে বহু বার । কিন্তু ভোট দিলে বাড়তি নম্বর ,কর্মীদের মাইনে এই নতুন উদ্যোগ প্রশংসা সকলে ,করছে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news