12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

মা দুর্গার গয়না চুরি

Maa Durga : মালদার গাজলে মা দুর্গার গয়না চুরি, দুই সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার। ঘটনার তদন্তে পুলিশর এর

মালদা জেলায় মা দুর্গার গয়না চুরি সিভিক ভলেন্টিয়ারদের । ক্লাব কর্তাদের নজরে আসে মা দুর্গার কিছু গয়না চুরি হয়েছে।

মালদার গাজোল এর একলাখী গান্ধীনগর সার্বজনীনের দুর্গোৎসবে মা দুর্গার গয়না চুরির ঘটনায় কীর্তিমান সিভিক ভলেন্টিয়ারের কাজ দেখে অবাক সাধারণ মানুষ। দূর্গা পূজার সময় দায়িত্ব ছিলেন ২ সিভিক ভলেন্টিয়ার । প্যান্ডেলে দেখভাল করছিলেন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, দশমীর সময় ক্লাব কর্তাদের নজরে আসে মায়ের কিছু গয়না তারা খুঁজে পাচ্ছেন না।

মায়ের গয়না চুরির ঘটনায় তোলপাড় পড়ে যায় এলাকায়। ঘটনার তদন্তে আসে পুলিশ। কিন্তু তদন্ত করতে গিয়ে সিসিটিভিতে দেখা যায় দুই চোরের আসল ভিডিও। মায়ের গা থেকে গয়না খুলে নিচ্ছেন এই দুই সিভিক ভলেন্টিয়ার। মালদার গাজোল থানার দায়িত্ব রত ২ সিভিক ভলেন্টিয়ার হল গৌড় মন্ডল এবং সঞ্জয় মন্ডল।

তাদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে ক্লাব কর্তৃপক্ষ ঘটনা জানাজানি হতে এলাকায়় হইচই পড়ে যায়, সাধারণ মানুষ এই দুজন সিভিক ভলেন্টিয়ার এর গ্রেপ্তারি দাবি করে , সঞ্জয় মন্ডল এবং গৌর মন্ডল দুই সিভিক পুলিশকে মালদা থানার পুলিশ গ্রেপ্তার করেছে।

এই ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে, যারা এই চুরির সাথে যুক্ত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। মায়ের গয়না কোথায় লুকিয়ে রেখেছে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা নিয়ে বরাবরই প্রশ্ন করা হয়েছে। আরজিকারের ঘটনা একটি বড় দৃষ্টান্ত। রাজ্যের আইনের সাথে যুক্ত প্রাক্তন ব্যক্তিরা এদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, রাজ্যের তরফে এক সময় এদের ট্রেনিং দেয়ার ব্যবস্থা করা হলেও অবস্থা যে বদলাইনি রাজ্যের এই ঘটনাগুলি দেখলেই প্রমাণ করেছে।

সিভিক ভলেন্টিয়ার অপরাধ করলে অস্থায়ী কর্মী বলে তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন থেকে যায়।অস্থায়ী কর্মী র বদলে স্থায়ী কর্মী নিয়োগের দিকে রাজ্য সরকার কে মনোযোগ দিতে হবে। রাজ্য পুলিশের প্রাক্তন কর্মীরা বক্তব্যে জানিয়েছেন।