Mahashivratri Nishith Kaal Puja: মহাশিবরাত্রির নিশিথ পুজোর কখন করবেন সেই মুহূর্ত জেনে নিন

Mahashivratri Nishith Kaal Puja: শাস্ত্র মতে দেবাদিদেব মহাদেব এই রাত্রেই তাণ্ডব নৃত্য করেছিলেন সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মাধ্যমেই অজ্ঞতা দূর হয়েছিলো।মহাশিবরাত্রির নিশিথ পুজোর কখন করবেন জেনে নিন।

শিব দুর্গার বিবাহের উল্লেখ এই ঘটনায় বর্ণিত আছে।তাই দেবাদিদেব মহাদেবের মতো স্বামীর গুণাবলী জন্য অবিবাহিত ও বিবাহিত মহিলারা এই তিথি পালন করেন।মহাদেবের মাথায় জল ঢেলে ব্রত পালন করে।

মহাশিবরাত্রির তিথি : এই বার জেনে নিন মহাশিবরাত্রি তিথি নিয়ে চতুর্দশী তিথি ২৬ ফেব্রুয়ারি তখন থেকেই পুজো দিতে পারেন।

দেবাদিদেব মহাদেবের তিথি বলা হয় এই তিথি কে
রাত্রি ১২ টা ০৯ মিনিট থেকে শুরু হবে এই তিথি।তখন থেকেই নিশীথ পুজোর মুহূর্ত শুরু হচ্ছে।মহা কুম্ভের শেষ স্নান এবং মেলার অন্তিম দিনের সমাপতনে এই তিথির মাহাত্ম্য বৃদ্ধি হয় মনে করে শাস্ত্রজ্ঞ ব্যাক্তিরা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে মহাশিবরাত্রির তিথি শুরু হচ্ছে ১৪ ফাল্গুন। ইংরেজি ২৬ ফেব্রুয়ারি, বুধবার। সকাল ১১টা ১০ মিনিটে।

ইংরেজি ক্যালেন্ডার মতে ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ১৫ ফাল্গুন। সকাল ৮টা ৫৫ মিনিটে এই তিথি সমাপ্ত হচ্ছে।

See Also :IIT Baba: ভারত ম্যাচ জিতলেও তিনি জানতেন… অভয় সিং আই আই টি বাবার নতুন বাণী

মহাশিবরাত্রির নিশিথ পুজোর কখন করবেন : মহাশিবরাত্রির নিশিথ পুজো(Mahashivratri Nishith Kaal Puja) শুরু ২৭ ফেব্রুয়ারি রাত ১২ টা বেজে ৯ মিনিটে।সমাপ্ত ২৭ ফেব্রুয়ারি ১২টা বেজে ৫৯ মিনিটে

মহাদেবের প্রিয় ফুল ও গাছ হল আকন্দ। সেই ফুল দিয়ে পুজো দিলে তুষ্ট হন মহাদেব।নিশিথ পুজো র জন্য শাস্ত্রীয় মতে স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ পোশাকে পুজো দিতে পারেন।
নিশিথ পুজোয় চার প্রহরে পুজো য় ফলোদায়ী তাই নিশিথ পুজোয় মহাদেব কে আরাধনা করলে ফলপ্রদায়ী হয় বলে মতামত শাস্ত্রজ্ঞ ব্যাক্তিদের।ফুল ও বেল পাতা উপচারের থাকতে হবে।