12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

IMG 20250605 143816

Mahua Moitra Marries : চুপিসারে বার্লিন এ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তৃণমূল এম পি

তৃণমূল এম পি এতো গুলি বসন্ত পার করে অবশেষে সিধান্ত বিবাহের জার্মানিতে (Trinomul MP Mahua Moitra Marries) বিবাহ সারলেন।

তার বক্তৃতায় লোকসভা সরগরম হয়ে ওঠে এখন ও লোকসভা তে পাসওয়ার্ড তথ্য ফাঁসে র অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বরাবরই তার বক্তব্যে বিরোধীদের ঘাম ছুটেছে ।তাকে সাংবাদিক রা জিজ্ঞাসা করেছিলেন মহুয়া কি সমস্ত সময় রেগে থাকেন।জবাবে উত্তর এসেছিলো এটা তার রাজনৈতিক পরিচয়। আদতে তিনিও হাসি মজায় থাকতে ভালোবাসেন।

তৃণমূল এমপি র হাত এবার বিজেপির হাতে অর্থাৎ প্রাক্তন বিজেপি এম পি পিনাকী মিশ্র কে বিবাহ করলেন তৃণমূল এম পি।

সামাজিক যোগযোগ মাধ্যমে তৃণমূল এম পি ট্র্যাডিশনাল লাহেঙ্গা ও গা ভর্তি স্বর্ণের গহনা পরিহিত সামাজিক মাধ্যমে পোস্ট এ দেখা গিয়েছে।এখনও পর্যন্ত মহুয়া তার বিবাহের আনুষ্ঠানিক ঘোষণা দেন নি।

 

মহুয়ার প্রাক্তন স্বামী ছিলেন লার্স ব্রসন (Lars Brorson) তিনি একজন ড্যানিশ ব্যতীত ছিলেন।পেশায় ফাইনান্স ছিলেন ।তার সাথে বিবাহ বিচ্ছেদ হয় ।

মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ বিবাহের কথা জানতেন মুখ্যমন্ত্রী ,তিনি মুখ্যমন্ত্রীর থেকে ছুটি নিয়ে জার্মানিতে রওনা দিয়েছিলেন।একেবারে ব্যাক্তিগত এই বিবাহে উপস্থিত ছিলেন না কোনো পরিবারের লোক।

নিজেদের বিবাহের ব্যাপারে দলের তার বিধানসভা এলাকার নেতারাও জানতেন না ,৩০ মে বার্লিন প্রাসাদের ছাদে তাদের বিবাহ সম্পন্ন হয়

Mahua Moitra Marries এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

মহুয়ার বয়েস একান্ন ,তিনি কৃষ্ণনগরের সাংসদ ,তার বর পিনাকী তিনি পুরীর প্রাক্তন সাংসদ বয়েস ৬৫, দুজনের এই বিবাহে কেউ মানুষিক সাপোর্ট এর দিকটি উল্লেখ করেছেন।আবার তৃণমূল বিজেপি সমঝোতার ব্যাপারে উল্লেখ করে কেউ বাঙ করেছেন। তবে বেশির ভাগ মানুষ তাদের ব্যাক্তি জীবনের সুখ সমৃদ্ধি কামনা করেছেন।

Destination Weading : এই প্রথম নয় সেলিব্রিটি কাপল দের নির্বিঘ্নে বিবাহের চল আছে বহু আগে থেকেই।প্রিয়াঙ্কা চোপড়া,থেকে বিরাট অনুশকা , বলিউডের থেকে টললিউডে ছড়িয়েছে এই বিবাহের চল ,তৃণমূল সাংসদ ও অভিনেত্রী বসিরহাটের সাংসদ নুসরত জাহান ও বেছে নিয়েছিলেন তুরস্কের বোদরুম শহর কে এই রকম বিবাহ জন্য।

মহুয়ার বিবাহিত জীবনের  ইতিহাস | Mohua Maitra Marries History and Controversy

মহুয়া মৈত্রের সম্পর্কের ইতিহাস নতুন নয়, তিনি সম্পর্কে আবদ্ধ হয়েছেন এই রকম গুঞ্জন মাঝে মধ্যেই শোনা গেছে।মহুয়ার প্রথম স্বামী ডেনিশ ফিনান্সার লার্স ব্রর্সন ,কর্ম সূত্রে তাদের আলাপ ও পরিণয়।তাদের বিবাহ বিচ্ছেদ হয় একটি কন্যা ও আছে তাদের।অপরদিকে পিনাকী র ও আগে বিবাহ হয়েছিলো।তার একটি পুত্র একটি কন্যা আছে।মহুয়ার (Mohua Moitra Marries ) দ্বিতীয় বিবাহের ব্যাপারে গুঞ্জন ছিলো ,নাম উঠে আসে জয় অনন্ত দেহাদ্রাই এর,যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। তবে সেই ব্যাপারে সম্পর্কের পূর্ণতা রূপ পায়নি বিবাহে।

জয় অনন্ত দেহাদ্রাই ও মহুয়া মৈত্র দুজনের মধ্যে পোষ্য কে নিয়ে শুরু হয় বিবাদ।এর পরেই রাজনৈতিক জীবনে মহুয়া বক্তব্য কে নিয়ে  বিতর্ক সৃষ্টি হয়।গৌতম আদানি বিতর্কে লোকসভায় প্রশ্ন তোলেন মহুয়া।মহুয়ার বিরুদ্ধে সংসদের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ ওঠে।সংসদ থেকে তাকে  বহিসর হতে হয়েছিলো।

তার বিরুদ্ধে প্রশ্ন করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং এক সময়ের সাথী জয় অনন্ত দেহাদ্রাই।এর সাথেই একদিকে বিবাদ আরেকদিকে পিনাকী র সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি হয় মহুয়ার । ইউরোপ কে বেছে নিয়েছিলেন তাদের সম্পর্কের স্থাপনার অংশ হিসাবে । সেখানে মধু চন্দ্রিমা সারবেন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।