Mamata Banerjee security gl

Mamata Banerjee security : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পিস্তল হাতে যুবক, পেশায় শিক্ষক

রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee security আবারো নিরাপত্তা বিঘ্নিত পেশায় শিক্ষক এক ব্যক্তি পিস্তল নিয়ে পাকড়াও হয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে থাকে কড়া নিরাপত্তা । সিকিউরিটি জনের মধ্যে ঢুকে পড়ে এই যুবক তার থেকে উদ্ধার হয়েছে পিস্তল।

এই ঘটনায় দেবাঞ্জন চ্যাটার্জি নামে এক ব্যাক্তি কে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আটক করা হয়েছে ।এদিন তিনি এই এলাকায় ইতস্তত ঘুরতে থাকেন। পুলিশের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের সময় তার ব্যাগের তল্লাশি করে বেরিয়ে আসে একটি পিস্তল।

এই ব্যাক্তি কে জিজ্ঞাসাবাদে জানা যায় দেবাঞ্জন চ্যাটার্জি তিনি সল্টলেকের বাসিন্দা বয়স একান্ন বছর।পেশায় শিক্ষক।তাঁর বাবার নাম নীহারঞ্জন চট্টোপাধ্যায়।তার ব্যাগ থেকে উদ্ধার হয় একটি এয়ার পিস্তল ।তার ব্যাগের মধ্যে পিস্তল কি জন্য জিজ্ঞাসা করে পুলিশ ,এই ব্যাক্তি বলেন তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সাথে যুক্ত আছেন।

এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে কালীঘাট থানার পুলিশ গ্রেফতার করে ,জিজ্ঞাসাবাদ করছে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee security নিয়ে উদ্বিগ্ন হওয়ার ঘটনা এই প্রথম নয়।তার বাড়ির ভিতরে অর্থাৎ উঠানে চলে এসেছিলো এক ব্যাক্তি। মুখ্যমন্ত্রী বাড়িতেই ছিলেন । মানসিক ভারসাম্যহীন ছিলেন যুবক বলে পুলিশ জানিয়েছিলো।

রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee তিনি সাধারণ মানুষের সাথে যখন মেশেন তখন তিনি প্রটোকল মানেন না ।এর জন্য নিরাপত্তার সাথে যুক্ত ব্যাক্তিদের সতর্ক থাকতে হয়।প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের বেকার যুবক যুবতী ,চাকরী প্রার্থী দের বিক্ষোভের কেন্দ্রবিন্দু এখন নবান্ন থেকে অভিমুখ এসে পৌঁছেছে তার কালীঘাটের বাড়িতে ।সকলেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে একবার সরাসরি দেখা করে তাদের অভিযোগ জানাত চান।এমত অবস্থায় তার নিরাপত্তা চিন্তার কারণ ,এই ফাঁকে দুষ্কৃতির ভিড়ে মিশে থাকতে পারে।

এই ঘটনার দ্বারা আরেকবার প্রমাণিত হলো মুখ্যমন্ত্রী মমতার নিরাপত্তার জন্য নির্দিষ্ট ব্যাবস্থা নেওয়ার দরকার আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।