আদালতের নতুন নির্দেশ: ১ অগাস্ট থেকে ফের চালু হোক ১০০ দিনের কাজ, MGNREGA তে সুবিধা পাবেন লক্ষ গ্রামীণ পরিবার
MGNREGA রাজ্য ও কেন্দ্রের বিবাদের জেরে বন্ধ হয়েছিল বরাদ্দ, এবার প্রকল্প সচল রাখতে আদালতের সাফ নির্দেশ—‘কোনও প্রকল্পকে ফাইলের ঠান্ডা ঘরে পাঠানো যাবে না’।
তিন বছর ধরে বন্ধ বরাদ্দ, রাজনৈতিক অভিযোগ তৃণমূলের
রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের দড়ি টানাটানি তে বঞ্চিত হচ্ছিলো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ।শ্রমজীবী মানুষের কাজের অধিকার ফিরিয়ে দিলেন কোলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিভানমন।তিনি সটান নির্দেশ দিলেন দুর্নীতির অভিযোগের দীর্ঘদিন রাজ্যের মানুষের টাকা আটকে রাখতে পারে না কেন্দ্রীয় সরকার ।
MGNREGA স্কিমের আওতায় West Bengal এর মানুষ কে বঞ্চনার অভিযোগে বিধানসভায় সরব হয়েছিলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।বিধানসভা নির্বাচনের বিজেপির ফলাফলের জন্য পশ্চিমবঙ্গের মানুষের টাকা আটকে রাখার অভিযোগ করেছিলো শাসক দল।
বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমে বলেছিলো দুর্নীতির জন্যই কেন্দ্রীয় সরকারের কাছে টাকা আটকে রাখার আবেদন তারা জানিয়েছিলো।এই নিয়ে আদালত মামলা হয়
বিকল্প ব্যবস্থা হিসেবে রাজ্যের উদ্যোগ
রাজ্য সরকার সাধারণ মানুষের ব্যাপারে চিন্তা করে ,রাজ্যের তহবিল থেকে ২০২৪ সাল থেকে একশো দিনের কর্মীদের মজুরি দিতে শুরু করে।তাদের সরকারের বিভিন্ন দফতরে এককাশো দিনের কাজের লেবার হিসাবে নিয়োগ করে।
MGNREGA প্রকল্প ও কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন বিচারপতির।
এদিন একশো দিনের কাজের টাকা পাওয়া নিয়ে কেন্দ্র রাজ্য বিতর্কের মধ্যে কোলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির গুরুত্বপূর্ন প্রশ্ন ” দুর্নীতি প্রতিরোধে বিশেষ শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র” ।কেন্দ্রীয় আইনজীবী সেই নির্দেশ মেনে নিয়েছেন।
এদিন বিচারপতি টি এস শিবজ্ঞানম এর স্পিপষ্ট নির্দেশ ” কোনও কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না।”
তিনি পাশাপাশি এটি মনে করিয়ে দেয় কেন্দ্রীয় সরকারি আইনজীবীকে ” তারা দুর্নীতির তদন্ত করতে পারে,টাকা আটকে রাখতে পারে না”
বিচারপতির বক্তব্যে স্পষ্ট একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে বিশেষ দায়িত্বপ্রওয় ব্যাক্তির দ্বারা লেনদেন সম্পন্ন হবে।সেই ব্যাক্তি দায়ী থাকবেন হিসাব দেওয়ার জন্য।অর্থাৎ দুর্নীতির রুখতে এদিন নির্দিষ্ট উপায় বাতলে দেন প্রধান বিচারপতি।
আদালতের রায়: কেন্দ্রীয় অর্থ আটকে রাখা চলবে না
বিচারপতি টি এস শিবজ্ঞানম স্পষ্ট জানান, “কোনও কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকাল আটকে রাখা যায় না।” রাজ্যের তহবিল ব্যাবহার নয় ,কেন্দ্রীয় সরকারি MGNREGA প্রকল্প এর জন্য টাকা ব্যায় করবে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।এদিনের নির্দেশে স্পষ্ট করেছেন বিচারপতি।
এই নির্দেশে ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার লক্ষাধিক মানুষ উপকৃত হবে বলে অর্থনীতিক বিশেষজ্ঞ রা সংবাদ মাধ্যমে মন্তব্য করেছেন।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news