Rahaveer : এবার থেকে ১.৫ লক্ষ টাকার ক্যাশলেশ চিকিৎসা , কেন্দ্রীয় প্রস্তাব পেশ গডকরির
কেন্দ্রীয় মন্ত্রীর নতুন উদ্যোগ । এবার থেকে (Rahaveer ) প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা পাবেন ।রাজ্যসভায় প্রস্তাব পেশ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর।
এদিন চিকিৎসা এর পাশাপাশি তিনি দশ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবার কথা জানিয়েছেন।মূলত গডকরি এই পরিষেবা এর প্রস্তাব যেকোনো দুর্ঘটনা জন্য রাজ্য সভার নিকট পেশ করেছেন।
রাজ্য সরকারগুলোর সাথে এই নিয়ে আলোচনা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। সড়ক দুর্ঘটনার ফলে আহত ব্যাক্তিকে দ্রুত চিকিৎসার জন্য উন্নত পরিকাঠামো যুক্ত এই অ্যাম্বুলেন্স সকল রাজ্য সরকারকে প্রদান করা হবে।
এই অ্যাম্বুলেন্স থাকবে রেসপিরেটরি সিস্টেমের জন্য ব্যাবস্থা এবং যেকোনো গাড়ি গর্তে পরে গেলে তুলে নিয়ে আসার জন্য যন্ত্রাংশ।তিনি আরো জানিয়েছেন এই অ্যাম্বুলেন্স এর জন্য একটি কেন্দ্রীয় নম্বর চালু হবে।
এক একটি স্পট চিনহিত করে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছানোর জন্য পর্যাপ্ত ব্যাবস্থা করা হচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন।
এছাড়াও একটি ইন্সুরেন্স পলিসির কথা উল্লেখ করে গাডকারি বলেন দুর্ঘটনারসম্মুখীন হওয়া রুগীর জন্য ১.৫ লক্ষ টাকার ক্যাসলেস চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হবে।প্রথম সপ্তাহের জন্য এই ১.৫ লক্ষ টাকার চিকিৎসা সম্পুর্ন ফ্রি হবে।
এই প্রকল্প পাইলট প্রজেক্ট হিসাবে ইতিমধ্যে বেশ কিছু রাজ্যে চালু করা হয়েছে। রাহ-বীর (Rah-veer ) নামক এই প্রকল্পে ২০২৫ সালে দূর্ঘটানগ্রস্থ ব্যাক্তিদের পৌঁছে দেওয়ার জন্য যে মানুষেরা এই কাজটি করেছেন তাদের পুরষ্কৃত করা হয়েছে।
তাদের ২৫০০০ টাকা এবং একটি উপাধি ” Rahaveer ” প্রদান করা হয়েছে।
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী এদিন বলেন এই প্রকল্পের দ্বারা ” Golden Hour” অর্থাৎ আহত ব্যাক্তিকে দ্রুত সঠিক সময়ে হসপিটালে স্থানান্তর করার ব্যাপারে প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।আইনি জটিলতার জন্য সাধারণ পথচারীর অংশগ্রহণ করা থেকে বিরত থাকতো ।এই প্রকল্পের দ্বারা চিন্তা ভাবনার পরিবর্তন এসেছে,এখন দ্রুত দৃত আহত ব্যাক্তিকে হসপিটালে স্থানান্তর সম্ভব হচ্ছে।
এদিন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী এই প্রকল্পের বিস্তারের জন্য রাজ্য সভায় প্রস্তাব পেশ করেন।তিনি আই এম এ এর একটি পরিসংখ্যান উল্লেখ করে বলেন এর জন্য বাৎসরিক প্রায় ৫০০০০ মানুষের জীবন রক্ষা সম্ভব হবে।
তিনি আরো জানিয়েছেন স্টকহোম ডিক্লারেশন মোতাবেক ২০৩০ সালের মধ্যে এই দুর্ঘটনার সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে মাত্রা রেখেছে সড়ক ও পরিবহন দফতর।এর জন্য প্রয়োজনীয় সকল ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে মন্ত্রী এদিন জানিয়েছেন।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news
