Mumbai Terror Alert : মুম্বাইয়ে জঙ্গি হামলার আতঙ্ক !!! ৩৪ জন পাক জঙ্গির প্রবেশ।
Mumbai Terror Alert: মুম্বাইয়ে ৩৪ মানববোমা পাকিস্থানি জঙ্গিদের প্রবেশ, জানাচ্ছে গোয়েন্দা সূত্র।
আরব সাগরের তীরে বাণিজ্য নগরী তে RDX নিয়ে প্রবেশ জঙ্গিদের।আবারও ২৬/১১ এর পুনরাবৃত্তি হতে চলেছে !!!???
গোয়েন্দা সূত্রে খবর চোদ্দ জন পাকিস্থানি জঙ্গি ইতিমধ্যেই প্রবেশ করেছে মুম্বাইয়ে।শহরের বেশ কিছু অঞ্চলে RDX নিয়ে তৈরি জঙ্গীরা।যে কোনো মুহূর্তে বিস্ফোরণে কেঁপে উঠবে মুম্বই(Mumbai Terror Alert) এর অলিগলি।
মুম্বাই পুলিশ জানিয়েছেে কন্ট্রোল রুমে একটি হুমকি ফোনে তাদের জানানো হয় ,শহরের উল্লেখযোগ্য এলাকায় ৩৪ মানববোমা(34 human bombs) নিয়ে ছড়িয়ে পড়েছে তাদের সংগঠনের লোকেরা। জঙ্গি সংগঠন লস্কর-ই-জিহাদি(lashkar e jihadi) হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করে এই হুমকি দিয়েছে।গণেশ বিসর্জন চলছে মুইয়ে এই সময় হামলার ছক কষেছে জঙ্গীরা।
জঙ্গিদের হুমকি( আগেও এসেছে আফজল গুরুর ফাঁসির নির্দেশের সময় বলা হয়েছিলো মুম্বাইয়ের তাজ হোটেল এবং ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর উড়িয়ে দেওয়ার।এখন যে হুমকি এখানে দেওয়া হয়েছে এই ব্যাক্তি জঙ্গি সংগঠনটির সক্রিয় সদস্য বলে জানানো হয়েছে।
জঙ্গীদের টার্গেট সাধারণ মানুষের যাতায়াতের জায়গা ,রেল স্টেশন, হোটেল ,সরকারি অফিস।গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে সন্দেহভাজন ব্যাক্তি দেখলেই তাদের খবর দিতে। চোদ্দোজন জঙ্গির খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
মুম্বাইয়ে ২০০৮ সালের প্রাণঘাতী হামলায় এই রকম শহরের নানা স্থানে রাখা হয়েছিলো বিস্ফোরক । ১০ জন বন্দুকধারী এই হামলা চালিয়েছিল।এছাড়া পাহলগাম হামলার সময় সাধারণ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালানোর ব্যাপারটি সাম্প্রতিক অতীতের নৃশংস ঘটনা ।এই জন্য গোয়েন্দারা এটি কে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে।
জাতীয় নিরাপত্তার স্বার্থে মুম্বাই জঙ্গি হামলার (Mumbai Terror Alert) ঘটনা ইতিহাস বিশ্লেষণ করে,অফিস,আদালত ইত্যাদি স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ,বম্ব স্কোয়াড ,বিশেষ প্রশিক্ষিত বাহিনী(security force) দিয়ে জনবহুল স্থানগুলিতে তল্লাশি চালানো হচ্ছে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news
