12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

Free Internet : ভারতে বিনামূল্যের ইন্টারনেট সংযোগ ( remote access free internet) প্রাইভেট মেম্বার বিল তে মন্ত্রিসভায় সম্মতি

 Free internet : ভারতে বিনামূল্যের ইন্টারনেট সংযোগ ( remote access free internet) এই বিষয়ে সুবিধা( Private Member bill )দেশের প্রত্যেক সাধারণ মানুষ  কাছে পৌঁছবে বিনামূল্যে।

                          

Free Internet : ভারতে বিনামূল্যের ইন্টারনেট সংযোগ ( remote access free internet) প্রাইভেট মেম্বার বিল তে মন্ত্রিসভায় সম্মতি

                 

ইন্টারনেটের খরচ বৃদ্ধি নিয়ে ক্রমশ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের প্রকাশ দেখা যাচ্ছিলো।সম্প্রতি দেশের বেসরকারি টেলিকম অপারেটর সংস্থাগুলি দাম বৃদ্ধি করেছে তাদের মোবাইল রিচার্জ গুলির।
তবে এইদিন সেই ক্ষোভের মধ্যেই কিছুটা সস্তি পেলো ভারতবর্ষের জনগন মন্ত্রিসভায় সম্মতি পেলো প্রাইভেট মেম্বার বিল । বিনামূল্যে ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে নতুন বিলে উল্লেখ।
                               

আসুন জেনে  নিই কি এই বিনামূল্যে ইন্টারনেট সংযোগ ( Internet free ) এই প্রাইভেট মেম্বার বিল ( Private Member Bill )

নতুন এই বিলেে( Private Member bill ) দেশের সকল মানুষ পাবেন বিনামূল্যে ইন্টারনেট সংযোগ । দেশের সকল মানুষ ইন্টারনেট সংযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় এই লক্ষ্যে বিল,  প্রকাশ।

দেশের অঞ্চলগুলিতে ইন্টারনেট পরিষেবা পৌঁছয়নি সেই জায়গায় ইন্টানেটের পরিষেবা দেওয়া এই বিলের, উদ্দেশ্য। ইন্টানেটের রিচার্জের জন্য সুবিধা পাবে না সাধারণ মানুষ সেটা ও লক্ষ্য রাখা হবে এই বিলের সাহায্যে। চার্জ বা খরচ ছাড়াই ইন্টানেটের ব্যাবহার সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতেই এই উদ্দ্যোগ।

রাষ্ট্রপতি এই বিল নিয়ে রাজ্যসভায় আলোচনার( Private Member bill ) বিষয়ে সম্মতি জানিয়েছেন। এই বিল বাম আমলের সাংসদ ভি শিবদাসন রাজ্যসভায় ২০২৩ সালে এই প্রস্তাব দেয়।সেই বিলে কেন্দ্রীয় মন্ত্রিসভা এদিন সম্মতি দিয়েছে। রাষ্ট্রপতির, সম্মতি পাওয়া গিয়েছে।

ভারতে পাওয়া যাবে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ !!!??

ভারতে পাওয়া যাবে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ(Free internet) ।বর্তমানে শিক্ষা সাস্থ্য সচেতনতা ইন্টারনেট মৌলিক অধিকারের মতোই প্রয়োজনীয়। বিভিন্ন তথ্য পাওয়া থেকে সরাকরি সুযোগ সুবিধা দুর্নীতি, বাদ, দিয়ে সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়।তাই দেশের সকল মানুষের জন্য বিনামূল্যে ইন্টারনেট সংযোগ সুবিধার বিষয়ে আলোচনা ,হয়েছে। এখন এই বিলের বাস্তবে প্রয়োগ সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে কি ভাবে পৌঁছচ্ছে সেটাই দেখার বিষয়। সাধারণ মানুষের বিনামূল্যের ইন্টারনেট(Free internet)  সুবিধা পাওয়া গেলে নতুন বিভিন্ন উদ্যোগ দেখা যাবে এমনটাই প্রত্যাশা প্রযুক্তি সংশ্লিষ্টদের।

See also  Sunita Williams Return Earth: সফল অবতরন আটলান্টিক মহাসমুদ্রে ।দেখুন