Gujarat lawyer sipping bear : মামলা চলাকালীন বিচারকের উপস্থিতিতে বিয়ারে চুমুক আইনজীবীর

আদালতের বিচারপতির সম্মুখে কি ঘটেছিলো

গুজরাত হাইকোর্টে ( Gujarat High Court) একটি সতপ্রনদিত মামলা চলছিলো।সেই মুহূর্তে ভার্চুয়াল শুনানিতে হাজির ছিলেন বর্ষীয়ান এক আইনজীবী।মামলার সাওয়ালের সময় হঠাৎ তিনি একটি বিয়ারের গ্লাস(Gujarat lawyer sipping bear) হাতে তুলে নিয়ে চুমুক দিতে থাকেন।

⚡ Quick Read Summary

এই ঘটনায় যে আইনজীবী জড়িত আছে

গুজরাত হাইকোর্টের এই বিয়ার চুমুক দেওয়ার ঘটনার সাথে জড়িত আছে ভাস্কর তান্নাা(Bhaskar Tanna’s) নামক এক বর্ষীয়ান আইনজীবী।তিনি সন্দীপ ভট্ট বেঞ্চে ২৫ জুন এর


এক মামলার সাওয়ালে র সময় মোবাইল হাতে ছিলেন । বাদী বিবাদী পক্ষের কোথপোকোথনের মাঝে এক ব্যাক্তি তাকে একটি বিয়ারের গ্লাস হাতে দেন,তিনি মামলা চলাকালীন নির্দ্বিধায় গ্লাসে চুমুক দিতে থাকেন।

এই ঘটনায় কি ব্যাবস্থা নেওয়া হয়েছে

আদালতের শুনানির সময় বিয়ার কাণ্ডের ঘটনায় ডিভিশন বেঞ্চের বিচারপতি এ.এস. সুপিহিয়া(Justice AS Supehia) এবং বিচারপতি আর.টি. বৈছানি(Justice RT Vachhani) এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন ” আপত্তিজনক এবং স্পষ্ট” এই ঘটনায় আইনজীবীর বিরুদ্ধে এই মামলার পরবর্তী তে আলাদা করে ব্যাবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে।

এই ভিডিও সংরক্ষণের ও নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতিএ.এস. সুপিহিয়া এবং বিচারপতি আর.টি. বৈছানি তরফে,এর ভিত্তিতে ব্যাবস্থা গ্রহণের জন্য এটিকে প্রধান বিচারপতির নিকট প্রেরণ করা হবে।

Gujarat lawyer sipping bear এই ব্যাপারে ডিভিশন বেঞ্চ  আরো জানিয়েছে “এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত ” কাজ করেছেন সিনিয়র কাউন্সিল আইনজীবী ,জুনিয়র , যে আইনজীবী আছেন তাদের এই ঘটনায় প্রভাব সৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এই ভিডিও ,সাধারণ জনগণ বিচার ব্যবস্থার এই হাল দেখে রীতিমত নিন্দায় সরব হয়েছেন।আইনজীবীর দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ।

 

Discover more from 12newsworld

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading