12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

 jagannath rath yatra 2024 : জগন্নাথ দেবের রথযাত্রা(rath yatra 2024) তে বিপর্যয় , মঙ্গলবার রাতে জগন্নাথদেব, সুভদ্রা এবং বলরামের মূর্তি রথ থেকে নামিয়ে গুন্ডিচা মন্দিরে(Gundicha temple) নিয়ে আসার সময় বিপত্তি সৃষ্টি হয়।

                           

jagannath rath yatra 2024 : জগন্নাথ দেবের রথযাত্রা তে বিপর্যয় ,বলরামের মূর্তি পরে গিয়ে আহত সাত জন সেবাইত

    

jagannath-rath-yatra-2024-balarams-idol-fell-while-bringing-it-to-the-gundicha-temple-seven-men-were-injured-in-the-incident

  

রথযাত্রা উৎসব যেখানে ওড়িশার বিষয় প্রথমেই উঠে আসে। সেখানে জগন্নাথদেব, সুভদ্রা এবং বলরাম প্রতিষ্ঠিত ভক্তবৃন্দ নিষ্ঠা নিয়ে আসেন প্রতি বছর।

         

তাদের মানসিক ইচ্ছা , জগন্নাথ দেবের কাছে জানিয়ে প্রতিকার ,চায়। সেখানে লক্ষ মানুষের সমাগম একটি আলাদা পরিবেশ সৃষ্টি করে। বিশ্বাসের মেলবন্ধন ঘটে জগন্নাথদেব, সুভদ্রা এবং বলরাম তাদের কাছে।ভক্তের ভক্তি সুদৃর হয় এই পবিত্র স্থানে।

এদিন সমস্ত পূজা পদ্ধতি যার নাম ‘পাহান্ডি’ শুরু হয়   জগন্নাথদেব, সুভদ্রা এবং বলরামের মূর্তি রথ থেকে নামিয়ে গুণ্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া সময় দুলনিতে বলরামের মূর্তি  পরে যায় ।এই ঘটনায় হতচকিত সাধারণ মানুষ। 

এই ঘটনায় আহত সাতজন সেবাইত,তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনা আগে ঘটেছে কি সেই নিয়ে সন্ধেহ সেবাইত দের মধ্যে।এমনিতে রথযাত্রার সঙ্গে যুক্ত সেবায়েত তাদের এই পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা আছে।

তবে জগন্নাথদেব, সুভদ্রা এবং বলরামের এই রথযাত্রায়(jagannath rath yatra 2024) , যদি ঈশ্বরের কাছে পদ্ধতি তে ত্রুটি হয়ে থাকে তাহলে সেটি জগন্নাথদেব, সুভদ্রা এবং বলরামের কৃপায় ঠিক হয়ে যাবে মনে করে ভক্ত থেকে সেবাইত ।

See also  Kamakhya Express train derails : কামাক্ষ্যা এক্সপ্রেস লাইনচ্যুত,উল্টে গেছে একাধিক বগি

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis