Jet Airways Liquidation : সম্পত্তি নিলামে বন্ধ উড়ান জেট এয়ার ওয়েজের সুপ্রিম নির্দেশ।

Jet Airways liquidation

Jet Airways Liquidation : জেট এয়ার ওয়েজ রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা নিলামের নির্দেশ সুপ্রিমকোর্টের

সম্পত্তি নিলামে আকাশে উড়বে না জেট এয়ার ওয়েজের বিমান পাঁচ বছরেও সম্পুর্ন নয় মালিকানা হস্তান্তর ভৎসনা সুপ্রিমকোর্টের।

Jet Airways Liquidation: জেট এয়ারওয়েজের সম্পত্তি নিলামের বিষয়ে নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। জেট এয়ারওয়েজের বিমান আকাশে উঠবে না কারণ এর মালিকানা হস্তান্তর পাঁচ বছর পরেও মুলতুবি রয়েছে।

National Company Aplitate Tribunal সিধান্ত jet Airways কে পুনরুজ্জীবিত করতে হবে সেই সিধান্ত কার্যকর হয়নি ক্ষুব্ধ সুপ্রিমকোর্টের বিচারপতি পর্দিওয়ালা।jet-airways-bankruptcy-supreme-court-dicided-liquidation

এনসিএলটিতে কর্মীদের বেতন মিটিয়ে সংস্থার পুনরুদ্ধার কথা থাকলেও বাস্তবে জালান কার্নাল কনসোর্টিয়াম শর্ত মানছেন না।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তে লিকুইডেশনের (Jet Airways Liquidation) অর্থাৎ সম্পত্তি বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় এই সংস্থার ঋণের পরিমাণ এতটাই ছিলো অপারেশন বন্ধ করে দিতে হয় ।এই সঙ্গে যুক্ত হয় কানাড়া ব্যাঙ্কের দুর্নীতি । নরেশকে সংস্থার কর্মী ৫৩৮ কোটি টাকা প্রতারণার দায়ে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টর ( Enforcement Directorate)

এই সংস্থা কে পুনরুদ্ধার করে লাভ নেই তাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে বন্ধ হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থার উড়ান পরিষেবা।

See also  WB SSC Verdict in Supreme Court : কোলকাতা হাইকোর্টের রায় বহাল সুপ্রিমকোর্টে। পশ্চিমবঙ্গের ২৬০০০ SSC চাকরিপ্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ