ভারতের সাথে সমঝোতায় রাজি হয়েও যুদ্ধ বিরতি লঙ্ঘন পাকিস্তানের।
এবার প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন ছাড় নয় পাকিস্থান কে।পাক অধিকৃত কাশ্মীর(POK) দখলে চায় ভারত।
ভারত পাকিস্থান যুদ্ধ পরিস্থিতি সমঝোতা নিয়ে নিজের দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ।দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে পোস্ট করেছিলেন।ট্রাম ই সম্পাদনা করেছেন যুদ্ধ বিরতি দেখাতে চেয়েছিলেন ।
কিন্তু পাকিস্তান এক ঘণ্টায় জম্মু,রাজস্থান,চণ্ডীগড় তে প্রায় তিনশো ড্রোন আক্রমণ করে যুদ্ধ বিরতি চুক্তির দিনেই।
বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন পাকিস্থান সরকার কে সংযত হতে, কিন্তু সীমান্তে গোলা বর্ষণ বাড়তেই থাকে।১০ তারিখ ও ১১ তারিখ ও গোলা বর্ষণ হয়।
এবার প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন হস্তক্ষেপ চায় না বলে অবস্থান স্পষ্ট করলেন ।
প্রধানমন্ত্রী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স কে বলেন পাকিস্থান অধিকৃত কাশ্মীরে ভারতের দখল না পেলে, পাকিস্থানের সাথে সমঝোতা নয়।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis