12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

Smart meter : বিদ্যুৎ বিল বত্রিশ লক্ষ সন্দীপ কুমার রাউত বিহারে র ওই শ্রমিক অবাক এই বিল দেখে

Smart meter : বর্তমানে একটি  গুরুত্বপূর্ন উপাদান বিদ্যুৎ শক্তি । বিদ্যুৎ প্রয়োজনীয় দোকানে ,কলকারখানায়,জরুরি পরিষেবা ট্রেন ,মেট্রো ইত্যাদি জায়গায়। তেমনি প্রতিদিনের জীবনে বিদ্যুৎ গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে সাধারণ মানুষের জন্য।

                   

                              

Smart meter : বিদ্যুৎ বিল বত্রিশ লক্ষ সন্দীপ কুমার রাউত বিহারে

                         

তাদের নিত্যদিনের ,কাজে এই বিদ্যুৎ ব্যাবহার , করে সেই কাজ করছে,তার মাসিক বিল প্রদান করেছে।এটাই স্বাভাবিক বিষয় হওয়া দরকার।

the-electricity-bill-of-smart-meter-reached-thirty-two-lakhs-of-sandeep-kumar-raut-bihar-labours-surprised

যেটি অস্বাভাবিক বিদ্যুৎ বিল(Check electricity bill) রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন তিনি জানতেন না CESC এই রকম ভাবে বিদ্যুৎ বিল বৃদ্ধি করেছে। সেই বিলের অধিক টাকা কম করতে উদ্যোগ দেখা যায়নি।

                     

এই ঝামেলার মধ্যে সাধারণ দিনমজুরের বাড়িতে যদি বত্রিশ লক্ষ টাকা বিদ্যুৎ বিল আসে সেটি অবাক হয়ে ,যাওয়ার মতো বিষয় । সন্দীপ কুমার রাউত বিহারে র ওই শ্রমিক জানিয়েছে তার বাড়িতে পাঁচটি বাল্ব তিনটি পাখা রয়েছে। তার মাসিক বিল এসেছে বত্রিশ লক্ষ টাকা।

তার বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ না ,হওয়ায় বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।এই সংযোগ ছিলো তার কাকা, তার নামে আসতো বিল।তিনি বার বার বিদ্যুৎ অফিসে গিয়ে মিটারের(Smart meter)  নাম পরিবর্তন আবেদন জানিয়েছেন।সেই বিষয়ে ব্যাবস্থা নেয়নি বিদ্যুৎ অফিস।

বিহারে স্মার্ট মিটার(Smart meter) বসানো হয়েছে বিভিন্ন বাড়িতে সেই মিটার বসানো আগে বিল আসতো দুশো দশ টাকা করে এই স্মার্ট মিটারে বিল দেখে আশ্চর্য শ্রমিক তার বিদ্যুৎ বিলের পরিমাণ বড়ো প্রতিষ্ঠানের বিল কে টক্কর দেবে।যেখানে পাঁচটি বাল্ব তিনটি পাখা ব্যাবহার হয়।

এই বিষয়ে ,বিদ্যুৎ দফতরের অফিসারদের বক্তব্য ওই ব্যাক্তি বত্রিশ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া আছে।তার মিটার  রিডিং দেখাচ্ছে এক মাসে ৯ লাখ ৬৫ হাজার ১৯৫ ইউনিট ব্যবহার করেছে। তাই বিদ্যুৎ সংযোগ, বিচ্ছিন্ন করে ,দেওয়া হয়েছে।

See also  Voter id link with aadhar card : কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে হবে।

সাধারণ খেটে ,খাওয়া মানুষ সন্দাপ কুমার রাউত বিহারে র ওই শ্রমিক ।তার জীবনে লাখ টাকা তিনি দেখেননি ।তার দৈনিক মজুরি তিনশো , টাকা Smart meter এই রকম বিল দেখে সেই বিলের টাকা পরিশোধ আলাদা বিষয় তিনি সংখ্যা টাই দেখেননি । তাই দিশেহারা, শ্রমিকের বক্তব্য এই বিষয়ে বিদ্যুৎ মন্ত্রী ব্যাবস্থা নিয়ে সমাধান করে সেটাই আবেদন জানিয়েছেন।