ইউনিফর্ম সিভিল কোড প্রথম চালু হচ্ছে উত্তরাখণ্ডে;ভারতবর্ষের প্রথম রাজ্য উত্তরাখণ্ড চালু হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড ধর্ম জাতি ও বিবাহ বিষয়ক আইনে আসবে পরিবর্তন
ভারতবর্ষের প্রথম রাজ্য উত্তরাখণ্ড চালু হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড,এই আইনে সমতা বিধান হবে জাতি ও ধর্মের।এই আইনের আওতায় আসবে উত্তরাখণ্ডের সমস্ত নাগরিক ,কিন্তু সিডিউল কাস্ট ,সিডিউল ট্রাইবিস ও সংরক্ষণের আওতায় থাকা ব্যাক্তিদের জন্য তাদের সেই নিয়ম মোতাবেক সরকারি সুবিধা পাবেনবিবাহের ক্ষেত্রেও আসছে আইনে পরিবর্তন এই আইনে থাকছে দুটি মানুষিক সুস্থ মানুষের বিবাহের সিধান্ত ও সম্মতি। তাদের কেউ জীবিত পত্নী থাকলে সম্ভব নয়।তবে উভয় পুরুষ ও নারী সিঙ্গেল হলে সেই ক্ষেত্রে বাধা দেওয়া যাবে না এমনটা নিয়ম নতুন আইনে সিধান্ত হয়েছে।তবে বিবাহের ক্ষেত্রে বয়স থাকছে পুরুষের জন্য 21 ও মহিলাদের আঠারো বছর।সি এম ধামি জানিয়েছেন বিজেপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি রেখেছে। তিনি আর্টিকেল 44 উল্লেখ করে বলেছেন সমগ্র দেশে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়নের উদ্দেশ্য শীঘ্রই এটি চালু হবে। উত্তরাখণ্ড প্রথম রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ইউনিফর্ম সিভিল কোড চালু নিয়মে।তিনি ডি পি এস পি উল্লেখ করে বলেছেন কেন্দ্রীয় সরকার সামাজিক ও অর্থনৈতিক বিচার ও মঙ্গলকারি রাষ্ট্র নীতি প্রণয়নের উদ্দেশ্য এই আইন চালু হওয়ার সিধান্ত নিয়েছে।এই ইউনিফর্ম সিভিল কোড 2022 সালে লোকসভা নির্বাচনের প্রতিশ্রুতি ছিলো বিজেপি সরকারের ।উত্তরাখণ্ডের জন্য সমস্ত আইনি প্রক্রিয়া সম্পুর্ন হয়েছে । তিনি বলেন ইউনিফর্ম সিভিল কোড উত্তরাখণ্ডের চালু হবে জানুয়ারি 27 থেকেইউত্তরাখণ্ড ইউনিফর্ম সিভিল কোড অ্যাক্ট 2024 সুবিন্যস্ত হবে বিভিন্ন পার্সোনাল ল , বিবাহ,জাতি ধর্ম উত্তরাধিকার ইত্যাদি ক্ষেত্রে ধামি বলেন।তিনি এও জানিয়েছেন সমগ্র ভারতবর্ষে আইন বলবৎ হবে।