তরুণীর যৌনাঙ্গে ব্লেড আর পাথর এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । এই ব্লেড আর পাথর এলো কি ভাবে সেই ঘটনায় আপনি অবাক হবেন।
এই ঘটনায় জানা গিয়েছে ওই তরুণী পরিচয় হয়েছিল অটোচালক সাথে ,সেই ব্যাক্তির সাথে হোটেলে গিয়েছিলেন তরুণী সেখানে রাতে থাকার পরিকোল্পনা ছিলো।
সেই দিন রাতেই অটোচালক ও তরুণী দুজনে গিয়েছিলেন হোটেলে।হোটেলের রুম পাওয়া নিয়ে ঝামেলা হয়। সমুদ্রের সৈকতেই থাকেন ওই অটোচালক ও তরুণী ,সেখানেই ধর্ষিত হয় তরুণী , এই ঘটনার অটোচালক পালিয়ে যায়।
সেই রাত্রেই তরুণী এই ঘটনা লুকিয়ে রাখতে যে পন্থা অবলম্বন করে আপনি অবাক হবেন।
সেই জায়গা থেকে একটি দোকানে যায় তরুণী ওখানে সার্জিক্যাল ব্লেড কিনেছিলেন শুধু তাই নয় প্রমাণ না থাকে যৌনাঙ্গে পাথর ও প্রবেশ করান তিনি, এই ঘটনায় রক্তপাত হতে শুরু করে তিনি অজ্ঞান হয়ে যান।
পুলিশ উদ্ধার করে তাকে তবে তরুণী বয়ানে অসঙ্গতি পাওয়া যায় জানিয়েছে পুলিশ ।বারাণসীতে থাকেন কাকার কাছে।
তিনি নিজেকে দাবি করে অনাথ হিসাবে ,কিন্তু এই ঘটনায় তার বাবা বয়ান দেন তার কন্যা হিসাবে,তিনি এও বলেন তার মেয়ে এর আগেও ধর্ষনের অভিযোগ করেছিলো।
মুম্বাইয়ের গোরেগাঁও এই ঘটনায় হতবাক পুলিশ ,ওই তরুণী বয়ান খতিয়ে দেখে একই সাথে তরুণী মানুষিক দিক পরীক্ষা হবে জানিয়েছে পুলিশ। অটোচালকের নামে হয়েছে ধর্ষনের মামলা।