OBC Case Update WB : ও বি সি মামলা নিয়ে সস্তি পেলাম বিচারপতি গবই। নতুন সমীক্ষা রাজ্যের আর্জি সুপ্রিম কোর্টে ।
OBC Case Update WB : এই মামলায় আটকে রাজ্যের শিক্ষার্থী থেকে প্রকল্প গুলির ভবিষ্যত। ও বি সি মামলায় রাজ্যের নতুন সমীক্ষার আর্জি সুপ্রিম কোর্টে।
এদিন মঙ্গলবার ১৮ ই মার্চ রাজ্যের ও বি সি মামলা সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী সিব্বল জানিয়েছেন নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে।হাইকোর্ট নির্দেশে এই কাজের জন্য তিনি সময় চেয়ে নিয়েছেন রাজ্যের জন্য ।
এদিন শীর্ষ আদালতের শুনানিতে বিচারপতি বিআর গবই বলেন এই মামলা তে সস্তি পেলাম , এদিন বিচারপতি রাজ্যের আইনজীবীর বক্তব্য শুনে এই মন্তব্য করে ও তিন মাস সময় দেয় রাজ্যকে।
এই মামলার ভবিষৎ নির্ভর করবে রাজ্যের উপর ,তাই রাজ্যকে সমীক্ষার দিকে নজর দিতে বলা হয়েছে।দুর্নীতি হচ্ছে কি ,না নজর দিতে বলে আদালত।
এই মামলা তে এক দিনে ১২ লক্ষ ও বি সি সার্টিফিকেট , বাতিল হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২২ মে নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর।
রাজ্যের শিক্ষা দুর্নীতি র মতো ওবিসি নিয়ে দুর্নীতির মধ্যে রাজ্যের সাধারণ মানুষ থেকে যুবক যুবতী তাদের যে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এটা স্বাভাবিক।
রাজ্যের নিয়োগ আটকে ওবিসি নিয়ে ,মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে এসে সোমবার বলেছিলেন তিনি নিয়োগ নিয়ে উদ্বেগে আছেন।সমস্ত পক্রীয়া তিনি করেছেন শুধু এই ওবিসি কেসের নির্দেশের জন্য তিনি অপেক্ষা করছেন।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news