12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

SAVE 20250619 193736

OBC Certificate Controversy West Bengal: হাই কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে অবমাননার মামলা

West Bengal-এ OBC certificate বিতর্কে নতুন মোড়, আদালতের নির্দেশ অমান্য করায় রাজ্যের বিরুদ্ধে contempt মামলা, স্থগিত হলো ১৪০টি নতুন OBC শ্রেণি।

 

OBC Certificate নিয়ে আবার মামলার সূত্রপাত  – ঘটনার পটভূমি তৈরি হয় রাজ্য সরকার যে লিস্ট তৈরি করে সেখানে সামগ্রিক সার্ভে ,বিধানসভায় বিল পাস না করেই ,রাজ্যের তরফে নির্দেশ জারি হয়।

Calcutta High Court–এর রায় এবং স্থগিতাদেশ

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোলকাতা হাইকোর্টে মামলা হয় রাজ্য সরকার একটি বিশেষ জনগোষ্ঠীর মানুষকে যুক্ত করে এই তালিকায় বলে অভিযোগ। সেখানে মানা হয়নি সার্বিক গণনার নিয়ম।

OBC ব্যাপারে আদালতের পর্যবেক্ষণ

আদালত রাজ্যের এই সার্ভে নিয়ে প্রশ্ন করে।সার্বিক সার্ভে যেখানে আর্থিক অবস্থা,শিক্ষা ইত্যাদি বিষয় গুলিকে মান্য করে সার্ভে করতে হয়।রাজ্য সরকারের তরফে মানা হয়নি নিয়ম। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তরফে 140 টি সম্প্রদায়ের মানুষ কে এই তালিকায় যুক্ত করে দেওয়া হয়।

এই তালিকা র বৈধতা নিয়ে প্রশ্ন করেন মামলাকারি আইন জীবি ,এই সংরক্ষণে 17% সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা পাবেন ,ফলে বঞ্চিত হবেন লক্ষাধিক যোগ্য ওবিসি প্রার্থী।

আদালতের পর্যবেক্ষণ ও অস্থায়ী স্টে অর্ডার

কোলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে র তরফে বিচারপতি রাজা শেখর মান্থা ,বিচারপতি তপব্রত চক্রবর্তীর তরফে এই মামলায় অস্থায়ী স্টে অর্ডার দেওয়া হয়েছিলো।

Centralised Admission Process শুরু করে শিক্ষা দফতর।

West Bengal-এ OBC certificate Controversy এর মধ্যেই রাজ্য সরকার কলেজে ভর্তির, প্রসেস শুরু করে।শিক্ষামন্ত্রীর তরফে রাজ্যের ৪৬০ টি কলেজ অনলাইন ,ভর্তি পক্রিয়ায় পোর্টাল উদ্বোধন হয়।সেদিন ই অর্থাৎ ১৭ জুন ২০২৫ তারিখে ভর্তি নিয়ে ঘোষণা হয়।অস্থায়ী স্টে অর্ডার দেওয়া সত্ত্বেও ভর্তি প্রসেস করছিলো রাজ্য সরকার।

কলেজে ভর্তি ও চাকরির ফ্রম ফিলাপ ওবিসি নিয়ে আদালতের নির্দেশ।

আদালতের নির্দেশ ২০১০ সালের আগে পর্যন্ত যে ৬৬টি জনগোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণী তাদের শংসাপত্র   গ্রহণ করা হবে ,রাজ্যের যে কোনো প্রান্তে।এর ফলে ভর্তি পক্রিয়ায় ব্যাহত হবে না বলে কোলকাতা হাইকোর্ট স্পস্ট করে দেয়।

West Bengal-এ OBC certificate Controversy নিয়ে বিতর্কের সূত্রপাত নতুন মামলা

রাজ্য সরকার ভর্তি প্রসেস শুরু করে ,কিন্তু এখন সেই প্রসেসে দেখা যায় আদালতের নির্দেশ অমান্য করে পশ্চিমবঙ্গে র কলেজ গুলিতে ভর্তি পক্রিয়া চলছে।

রাজ্যের কলেজগুলিতে ভর্তির অনলাইন পোর্টালে ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটেগরির উল্লেখ রয়েছে ,এর ফলে ১৭ জুনের আদালতের নির্দেশ অমান্য হয়েছে বলে মামলাকারি অভিযোগ করেছেন।

বিচারপতি তপব্রত চক্রবর্তী ,বিচারপতি রাজা শেখর মান্থা এই মামলা দায়েরের অনুমতি দিয়েছে।  ৩১শে জুলাইয়ে পরবর্তী শুনানির ফলে রাজ্যের যুবক যুবতীর ভবিষ্যতে র ব্যাপারে সিধান্ত স্পষ্ট হবে।রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননা নিয়ে বিচারপতিদের কি নির্দেশ আসে সেটাও দেখার ব্যাপার।