অপারেশন সিঁদুর চলাকালীন সেনাবাহিনী কে সাহায্যের হাত বাড়িয়ে দেয় Shravan Singh পেলেন রাষ্ট্রীয় পুরষ্কার
এক বালকের দেশভক্তি নজির সৃষ্টি করেছিলো। পানীয় জল থেকে খাদ্য দায়িত্বে অবিচল শ্রবণ (Shravan Singh) । রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর হাত থেকে পেলেন বিশেষ পুরস্কার।
এই বালক পাঞ্জাবের ফিরোজপুর জেলার বাসিন্দা ।যখন পাকিস্থানের বিরুদ্ধে লড়াই করছিলেন দেশের সেনাবাহিনী তখন আরেক লড়াই করেছিলো শ্রবণ সিংহ । সেনাদের জন্য প্রতিদিন খাবার থেকে জল নিয়ে হাজির হতো এই বালক।তার এই কাজের জন্য কোনো চাহিদা ছিলো না ।
পাহলগাম(Pahalgam) ঘটনার সময় পর্যটকদের উপর গুলি চালানোর ঘটনা বিচলিত করেছিলো শ্রবণকে, সেনাবাহিনীর বদলা নেওয়ার এই ঘটনায় যুক্ত হতে পেরে আপ্লুত এই ক্ষুদে বালক।
ইন্ডিয়া টুডে কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ” আমি সৈনিক হয়ে সেবা করতে চাই” তার বাড়ির সামনে মাঠে সেনাবাহিনীর টহল চলত তখন ভয় না পেয়ে শ্রবণ পৌঁছে দিতো খাদ্য থেকে পানীয় জল
এই জন্য ৭ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল রঞ্জিত সিং মানরাল এর থেকে পুরষ্কৃত হয় শ্রবণ সিংহ।
শ্রবণের বাবা তার সন্তানের কাজের জন্য গর্বিত তিনি বলেন ” ছেলে যখন খাবার পৌঁছে দিতো আমরা সাহায্য করতাম” এই কাজের জন্য তাকে সহযোগিতা করেছি।তার প্রতিদিনের তালিকায় একটি কাজ হিসাবে ছিলো সেনাদের খাদ্য পৌঁছে দেওয়া।
এদিন রাষ্ট্রপতির থেকে Pradhan Mantri Rashtriya Bal Puraskar পেয়ে অভিভূত শ্রবণ সিংহ।তার এই কাজ একটি মাইফলক হয়ে থাকবে ।দেশভক্তি নজির সৃষ্টি হবে বলে মনে করে সাধারণ মানুষ।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news
