Pakistan Attacks Jammu: এস-৪০০ তে জব্দ পাকিস্থান । জম্মু বিমান বন্দরে হামলার চেষ্টা বানচাল করে দিলো এয়ার ডিফেন্স সিস্টেম
জম্মু তে ক্রমাগত ড্রোন থেকে অ্যাটাক ( Drone Attack) চেষ্টা পাকিস্থানের ( India Pakistan) ব্ল্যাকআউট করে দেওয়া হলো শহরের প্রতিটি এলাকা।
Pakistan Attacks Jammu: পাকিস্থান সেনা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে এদিন হামলা করে জম্মুতে ,ক্ষেপনাস্ত্র তাক করে বিমান বন্দর উড়িয়ে দেওয়ার চেষ্টা।
তখনই ঢাল হয়ে দাঁড়ালো ভারতীয় সমরাস্ত্রের অধিপতি এস-৪০০,মাঝপথে ট্রাক করে এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিলো পাকিস্থানি ড্রোন।
এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে আটটি মিসাইল জম্মু র আখনা , সম্মবা বিমান বন্দরে হামলা চালায় ।
পাকিস্থান মূলত কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ।এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম এই ড্রোন গুলিকে নিমেষেই ভূপতিত করতে পারে।
এস-৪০০ মূলত যে ক্ষেপণাস্ত্র ব্যাবহার করে 40N6E (400 কিলোমিটার) লক্ষ্য বস্তুতে হামলা করতে পারে।
পাকিস্থান এখন মরিয়া হয়ে উঠেছে অপারেশন সিঁদুর( Operation Sindoor) লাসকারে তাইবা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ।
ভারতীয় ড্রোনের হামলা তে প্রত্যাঘাত তে বিভিন্ন স্থানে ভারতে হামলা চালায় এদিন শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট জলন্ধর ,কাপুরথালা, আদমপুর, ভুজ তে হামলা করে পাকিস্থান ( pakistan attack India )। তবে ভারতের সুদর্শন চক্র এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম পরাস্ত করে পাকিস্থানের ফন্দি
পাকিস্থানের প্রধানমন্ত্রী Shehbaz Sharif বলেছিলেন এখনি শেষ হচ্ছে না যুদ্ধ পরিস্থিতি , পাকিস্থানি সেনাবাহিনীকে সম্মতি দিয়েছিলো হামলার ।
এদিন সেটি পাকিস্থান শুরু করেছিলো। যেটি ভারতীয় সেনা বাহিনী অসফল করে দিয়েছে এস-৪০০ দ্বারা
ভারতের সুদর্শন চক্র এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কি কাজ করে জানুন।
ভারতের এই সুদর্শন চক্র ( S- 400 air defence system) তৈরি হয়েছে রাশিয়ায় ,এর রাডারে যে যুদ্ধ বিমান আসুক না কেন ,নিমেষে ভূপতিত করে।

এতে আছে অত্যাধুনিক রাডার শত্রু পক্ষের বিমান কে সনাক্ত করে,সুপারসনিক শব্দ পাকড়ে নেয় এই ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণ ব্যাবস্থা।
এক সময় একশোটি ও এটির রাডার পাল্লা ছয়শো কিলোমিটার ,যেকোনো ড্রোন গোলা বারুদ নিয়ে এলে আকাশেই সেটি সনাক্ত করে ভূপতিত করে এই রাডার।
এদিন জয়সালমীরে এমনি একটি পাকিস্থানের ফাইটার জেট এই রেডার নিমেষে ভূপতিত করেছে।
জম্মু তে হামলা চালায় পাকিস্থান(Pakistan Attacks Jammu) এই ড্রোন গুলিকে ভারতীয় সেনাবাহিনী ( S- 400 air defence system) এয়ার ডিফেন্স সিস্টেম সনাক্ত করে ভূপতিত করেছে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news