12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

‘PM Surya Ghar: Muft Bijli Yojana’, : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন জেনে নিন কিভাবে পাবেন বিনা পয়সায় বিদ্যুৎ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন বিনা পয়সায় বিদ্যুৎ যোজনা ( ‘PM Surya Ghar: Muft Bijli Yojana)এবার প্রত্যেক ভারতবাসী পাবে এই প্রকল্পের সুবিধা।

 

কেন্দ্রীয় সরকার তার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় ঘোষণা করেছিলেন এই বিনা পয়সায় বিদ্যুৎ দেয়ার প্রকল্প  ( ‘PM Surya Ghar: Muft Bijli Yojana) এবার সেই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন বিনা পয়সায় বিদ্যুৎ যোজনা।

 

PM Surya Ghar: Muft Bijli Yojana

 

এই প্রকল্পের অধীনে সুবিধা প্রদান করা হবে 300 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ এক কোটি পরিবার সুবিধা ভাবে এই বিনা পয়সায় বিদ্যুৎ যোজনা র

 

প্রকল্পটিতে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এই লক্ষ্যমাত্রায় ভবিষ্যৎ প্রজন্মের শক্তির চাহিদা বর্তমান সময়েও যাতে প্রত্যেক ভারতবাসী বিদ্যুৎ শক্তি সুবিধা পেতে পারে তার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।

 

সৌরশক্তিকেও প্রাধান্য দেয়া হয়েছে এই প্রকল্পে এদিন আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন “আরো টেকসই উন্নয়ন এবং জনগণের কল্যাণের জন্য, আমরা প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা চালু করছি। প্রায় এক কোটি মানুষ 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ যাতে ফ্রিতে পেতে পারে তারই লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।

 

জনগণকে ব্যাংক একাউন্ট প্রদান করা, ছার যুক্ত ঋণ প্রদান করা। প্রত্যেক স্টেক হোল্ডার কে একটি সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে একত্রিত করা। এটি জনগণকে আরো সুবিধা প্রদান করবে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 

প্রকল্পটিকে মাঠ পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত এলাকায় প্রচার করা হবে। তাদের পঞ্চায়েত এবং মিউনিসিপালিটি এলাকায় ছাদ গুলি কে সৌরশক্তি ব্যবহারে উৎসাহিত করা হবে

 

একই সাথে অল্প সময়ে আরো রোজকার তৈরি করা এবং কম বিদ্যুৎ বিল ও কর্মসংস্থান নিশ্চিত করবে এই প্রকল্পটি বলেন প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী সূর্য ঘর  ( ‘PM Surya Ghar: Muft Bijli Yojana) এই যোজনা লাভ পেতে হলে এই লিংকে গিয়ে

 

https://pmsuryaghar.gov.in/ ক্লিক করে বিশদ তথ্য পূরণ করতে হবে।