12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

FB IMG 1761114720141

President’s chopper stuck in Kerala : দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার দুর্ঘটনা ,হেলিপ্যাডে ঢুকে গেলো কপ্টারের চাকা

ঘটনাস্থল ও পরিস্থিতি

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ( Droupadi Murmu) হেলিকপ্টার ল্যান্ড করতেই সম্মুখীন দুর্ঘটনার, হেলিপ্যাডে বসে গেলো চাকা।

রাষ্ট্রপতি এদিন কেরালার প্রমদম এলাকায় সফরে গিয়েছিলেন ।এদিন President’s chopper এর তাকে নিয়ে মাটিতে ল্যান্ড করবার মুহূর্তে পিছনের চাকা হেলিপ্যাডে ঢুকে যায়।এর ফলে উত্তেজনা সৃষ্টি হয়়।

হেলিপ্যাডের নির্মাণে ত্রুটি

এদিন ঘটনার ফলে রাষ্ট্রপতির নিরাপত্তা বিঘ্নিত হয়।এই ঘটনায় সন্ধান করে বলা হয়েছে মাটি নরম ছিলো হেলিপ্যাডে। ল্যান্ডিং এর জায়গা সম্পুর্ন শুকনো হয়নি ফলে হেলিকপ্টার ল্যান্ড করতেই পিছনের অংশ চাকা টি মাটিতে গেঁথে যায়।

তৎক্ষণাৎ উদ্ধার কার্যক্রম

এই ঘটনার ফলে নিরাপত্তারক্ষী ,স্থানীয় পুলিশ হেলিকপ্টার টি কে টেনে তুলে নিরাপদে রেখেছে।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

প্রশাসনের প্রতিক্রিয়াা

স্থানীয় প্রশাসনের তরফে ল্যান্ডিং জোন টি মেরামতের ব্যাবস্থা নেওয়া হয়েছে ।রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য ব্যাবস্থা করা হয়েছে।