Puja Donation West Bengal : রাজ্য সরকারকে কোলকাতা হাইকোর্ট ; পুজোর অনুদান কমিটিগুলোকে ১০ লক্ষ করে দিন
Calcutta High Court : রাজ্য সরকারকে প্রধান বিচারপতি বললেন পঁচাশি হাজার টাকায় পুজো হয়।সম্প্রতি পুজোর অনুদান(Puja Donation West Bengal) নিয়ে কোলকাতা হাইকোর্টের মামলা হয়।
প্রধান বিচারপতি পর্যবেক্ষণে তিনি বলেছেন এই টাকায় পুজো হয় ,শুধু একটু তাঁবু তৈরিতে বেশি টাকা লাগে । হলফনামা চাওয়া হয়েছে রাজ্যের কাছে।

রাজ্য সরকার সকল বছর পুজোর অনুদান দিয়ে আসছে রাজ্যের ক্লাবগুলিতে।এই নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিলো কোলকাতা হাইকোর্টে , ক্লাবগুলিকে রাজ্যের মানুষের টাক্সের টাকায় দান খয়রাতি নিয়ে বিরোধী দল রাজ্যের মানুষ প্রশ্ন করে এর ভিত্তি কি আছে।এর আগে রাজ্য সরকার যুক্তি দিয়েছিলো পুজোর অনুদান অর্থনীতির উন্নয়নে সাহায্য করে; এই টাকায় পুজোর সঙ্গে জড়িত প্যান্ডেল থেকে মৃৎশিল্পী ,এদের আর্থিক যোগান হয়।
রাজ্যের সাধারণ মানুষের পুজোয় কর্মসংস্থান হয় food stall দিয়ে। এই যুক্তি দিলেও এই বারে প্রধান বিচারপতি টি এস শিবগণম উল্লেখযোগ্য বক্তব্য দিয়েছেন।
তিনি রাজ্য সরকারের আইনজীবী কে প্রশ্ন করে ন পঁচাশি হাজার টাকায় কি হয় এই টাকায় তো একটা তাঁবু বানানো সম্ভব নয়়,পুজোর কোনও কাজ হওয়া সম্ভব নয়,তিনি আরো বলেন দিলে সকল পুজো কমিটি কে দশ লক্ষ টাকা দিলে সেটি কাজে লাগবে
তিনি বলেন আমি দুই বছর পুজোয় ঘুরেছি দেখেছি এই টাকায় কিছু হয় না,দুর্গা পূজা রাজ্যের ঐতিহ্য ,এই টাকা তাদের উৎসাহ দেওয়ার জন্য দেওয়া হয়,সেটা পর্যাপ্ত নয়। প্রত্যন্ত এলাকায় কিছু উপকার হয়তো হতে পারে কোলকাতায় পুজোয় হয় না
কোলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে এই বক্তব্য দেওয়া হয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুু দের জন্য চিকিৎসায় দেওয়া হয় এক হাজার টাকা ,সেই টাকা বৃদ্ধি বিষয়ে সরকারকে বিবেচনায় কথা বলেন প্রধান বিচারপতি
প্রসঙ্গত উল্লেখ্য ২০২৩ সালে অনুদানের পরিমাণ ছিল ক্লাবপ্রতি ৭০ হাজার টাকাাএই বছর তার পরিমাণ বেড়ে হয়েছে পঁচাশি হাজার টাকা ।প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে পুজোর অনুদান নিয়ে প্রশ্ন করে যৌক্তিকতা নিয়ে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news