Raid: টাকার সমুদ্র ! দেখুন বিশাল পরিমাণ টাকা উদ্ধার ভোটের আগে ,আনতে হলো মেশিন
Income tax department :লোকসভা ভোট চলছে পঞ্চম দফা ভোটের মধ্যেই উদ্ধার হলো টাকা ,পরিমাণে সমুদ্র । টাকার খবর ছিলো আয়কর দফতরের কাছে সেই মতো তিন জায়গায় তল্লাশি চালানো হয়।
তল্লাশি চালানো হয় তিনটি বহুজাতিক সংস্থায় ,সেই জায়গায় উদ্ধার হয় এই বিপুল পরিমাণ টাকা।
এদিন আয়কর দফতরের ( Income tax) অফিসারেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে তল্লাশি চালান আগ্রায় তিন খ্যাতনামা জুতো ব্যবসায়ীর আস্তানায় তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি টাকা।
আয়কর বিভাগ এমজি রোডের বিকে জুতা, ঢাকরানের মনস্যু ফুটওয়্যার এবং অ্যাসফোটিডা মান্ডির হারমিলাপ ট্রেডার্সে তল্লাশি চালায় ।
ওই ব্যাবসায়ীদের আয়কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত ছিলো। শুধুমাত্র এক জন ব্যাবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ষাট কোটি টাকা ।
ওই অফিসে সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস ফাইল বাজেয়াপ্ত করেছে আয়কর দফতরের অফিসারেরা।
এই ব্যাবসায়ীরা তাদের মূলত ইনভেস্টমেন্ট ছিলো জমিতে বিপুল পরিমাণ বিনিয়োগ ও সোনা কেনার
যেটি আয়কর দফতর সুত্রে জানা যাচ্ছে টাকা গোনা এখনও চলছে আনা হয়েছে মেশিন।
আয়কর দফতরের আধিকারিকরা বিভিন্ন জায়গায় নামে বেনামে বিনিয়োগের তথ্য পাওয়া গিয়েছে।আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা দায়ের করা হয়েছে তিন জনের বিরুদ্ধে

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news