Rohit Sharma Retirement : বিশ্বকাপ জিতিয়ে অবসর ঘোষণা রোহিতের ; তিনি জানিয়েছেন
Rohit Sharma Retirement : বিশ্বকাপ জিতিয়ে অবসর ঘোষণা রোহিত শর্মার।সাংবাদিক সম্মেলনে এসে তিনি এই বক্তব্য জানিয়েছেন
রোহিত জানিয়েছেন তিনি টেস্ট ওয়ান ডে ফরম্যাটে খেলবেন।তিনি সংক্ষিপ্ত ফরমাটের খেলা থেকে অবসর নিচ্ছেন। দীর্ঘদিন তিনি দলের বাইরে ছিলেন টি২০ ক্রিকেটে,সেই রোহিত নিজেকে প্রমাণ করেছেন। ১৩ বছর পরে আবার বিশ্বকাপ জিততে প্রধান কান্ডারী ছিলেন রোহিত।
তিনি এদিন সাংবাদিক সম্মেলনে বলেন এই জয় বলে বোঝানো যাবে না। তিন , চার বছর ধরে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে বলে বোঝানো যাবে না।এই জয় এতদিনে র পরিশ্রমের ফসল। আমাদের উদ্দেশ্য সফল দল হিসাবে খেলেছি।দেওয়ালে পিঠ থেকে গেলে যে অবস্থা সেটা আমাদের জানা আছে।
END OF AN ERA , HAPPY RETIREMENT CAPTAIN ❤️pic.twitter.com/jD3Jzdc3GE
— शिवाय (@mohbhangpiya) June 29, 2024
এই রকম একটা প্রতিযোগিতা চেয়েছিলাম বলেন রোহিত।দলের সকলের গর্ব এই জয়।
এদিন জয়ের উল্লাস আবেগ মাঠে ধরে রাখতে পারলেন না বুমরা, বিরাট রোহিত তাদের উল্লাস গর্বিত ভারতবাসী।বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন।
এটাই আমারও শেষ ম্যাচ ছিল সাংবাদিকদের বলেন রোহিত।বিরাট আগেই অবসর ঘোষণা করেছিলেন।ক্যাপ্টেন তিনি এই দিন অবসর ঘোষণা করলেন।তিনি জানিয়েছেন “এই কাপ জিততেই আমি চেয়েছিলাম।”
রোহিতের আরেক প্রাপ্তি তার পজিশন ব্যাটিংয়ে এই বিশ্বকাপে তিনি পর রানের বিচারেও বাবর, বিরাটকে পিছনে ফেলেছেন।স্ট্রাইক রেট ১৪০.৮৯ , গড় রান রেট ৩২.৫ টোটাল রানের পরিমাণ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪২৩১
তার টি-টোয়েন্টিতে আগমন ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন বিশ্বজয়ী দলের তিনি গুরুত্বপূর্ণ ছিলেন।তাঁর নেতৃত্বেই অপরাজিত থেকে ট্রফি জয় ভারতের।তার অসামান্য অবদান থাকবে খেলার জগতে।বিশ্বকাপ জয়ের বিষয়ে তার নাম উল্লেখযোগ্য হবে। প্রধামন্ত্রীর শুভেচ্ছা পেয়েছে ভারতীয় দল।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news