12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

SAVE 20241102 094419

Bomb Threat |ট্রেনের ভিতরে বোমা!!!! দাঁড়িয়ে গেলো ট্রেন

আমাদের এখন আতঙ্ক বিমানবন্দরে বোমা ও অতীতের জঙ্গি হামলা নিয়ে,তাই সতর্ক কেন্দ্র ও রাজ্য প্রশাসন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় বিশেষত ট্রেন ও বিমান বন্দরে দেখা গিয়েছে এই ঘটনা। পুলিশ বোম স্কোয়াড নিয়ে গিয়ে সেখানে কিছুই পায়নি

এই রকম এক ঘটনা বিহারে।এই ঘটনা ঘটেছে শুক্রবার বিকেলে।বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ।একটি ব্যাগে সন্দেহজনক কিছু আছে বলে আর পি এফের কাছে খবর আসে।বোমাতঙ্ক সৃষ্টি হয়(Bomb Threat)

আর পি এফ তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেয়।সেখানে গিয়ে ট্রেনের প্রতিটি বগি তল্লাশি শুরু হয়।চেকিং শুরু হয় যাত্রীদের ব্যাগে।কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি ।

গোণ্ডার জিআরপি ইনস্পেক্টর নরেন্দ্র পাল সিং জানান,দিল্লির কন্ট্রোল রুম থেকে খবর দেওয়া হয়় বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস বোম আছে ।তাই বোম স্কোয়াড ও আর পি এফ তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে তল্লাশি শুরু করে।

আমাদের তল্লাশি তে কিছু পাওয়া যায়নি জানিয়েছেন গোণ্ডার জিআরপি ইনস্পেক্টর নরেন্দ্র পাল সিং তিনি এই বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন।

বোমা হামলার হুমকি দিয়ে এই রকম ঘটনা কাদের সেই সম্পর্কে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ তদন্ত করছে ।ভুয়ো বোমাতঙ্ক (Bomb Threat)নিয়ে আর পি এফ সতর্ক আছে বলে তিনি জানিয়েছেন