Russia Train : ট্রেন লাইনচ্যুত ৯ বগি জলে ; দেখুন
আবার ট্রেন লাইনচ্যুত ,ট্রেন লাইন থেকে নেমে গেলো জলে ,এই দুর্ঘটনায় আহত সত্তর জন, ঘটনা উত্তর-পূর্ব কোমির ভোরকুটা অঞ্চল থেকে সাত হাজার কিলোমিটার দূরে। ট্রেনটি যাচ্ছিলো বন্দর নগরী নভোরোসিয়স্কেে
russian-train-nine-coaches-komi-republic-crash-went-off-the-tracks
রাশিয়ার কোমি প্রজাতন্ত্রে এই ঘটনা ঘটেছে।দুর্ঘটনায় নিহত হয়নি । এই দুর্ঘটনায় সত্তর জন আহত। রাশিয়া তাদের প্রযুক্তি এতো উন্নতি সত্বেও এই দুর্ঘটনা ,তদন্ত শুরু করেছে রেল ওয়েজ কমিটি।
সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে নিউ জলপাইগুড়ির শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেরবিষয়ে সকলে জানেন ।সেই নিয়ে রেল দফতরের গাফিলতি ,সিগনালিং ব্যাবস্থায় ত্রুটি অভিযোগ হয়।
এই ঘটনা রাশিয়াতে ভারতের পুনরাবৃত্তি ।দুর্ঘটনা কবলিত ট্রেনটির নাম ট্রেন ৫১১, ট্রেনে যাত্রী ছিলো প্রায় ২৩৬ জন।
এই ঘটনার বিষয়ে রুশ সংবাদমাধ্যম আরটি-র তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে ২৬ জুন রাশিয়ার কোমি প্রজাতন্ত্রে এই দুর্ঘটনা ঘটেছে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news