How to get pradhan mantri gramin awas yojana benifit : পশ্চিমবঙ্গ সরকার আবাসে নতুন নিয়ম ঘোষণা করেছে

How to get pradhan mantri gramin awas yojana benifit : পশ্চিমবঙ্গ সরকার আবাসে নতুন নিয়ম ঘোষণা করেছে

PM awas yojana list 2024 : পশ্চিমবঙ্গ সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা (pradhan mantri gramin awas yojana ) তে গ্রামের মানুষের ঘর পাওয়া নিয়ে নতুন নিয়ম নির্দেশ করেছে

আবাস যোজনার তালিকা সচ্ছ নিরেপেক্ষ রাখতে নতুন নিয়ম রাজ্যের।আবাসে দুর্নীতি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী জড়িত অভিযোগ পাওয়া যায়। এখন থেকে সতর্ক নবান্ন। আগে শুধু মাত্র প্রধান দের উপর নির্ভর করে আবাস যোজনার ঘর দেওয়া হতো ।সংশ্লিষ্ঠ বিডিও অফিসে লিস্ট আসতো আবাস যোজনার ।এখন আবাস যোজনার লিস্ট 2024 (pm awas yojana list 2024) ঘোষণার আগে সতর্ক প্রশাসন।

নবান্নের তরফে আবাসে সচ্ছোতা আনতে এক গুচ্ছ নিয়ম রাজ্যের ভিডিও গ্রাফি থেকে স্থানীয় প্রশাসন তাদের নিয়োগ করবে রাজ্য সরকার।এবার দেখে নিই কি নির্দেশিকা জারি রাজ্য সরকার করেছে।

প্রথমত পঞ্চায়েতের একটি দল তথ্য যাচাই যুক্ত থাকবে।সরকারি আধিকারিকরা এই দলে যুক্ত হচ্ছেন।বাড়ি পাওয়ার জন্য এই দল তথ্য সংগ্রহ করে জমা দেবে।এই সময় ভিডিও গ্রাফি নির্দেশ রাজ্য প্রশাসনের। গ্রামসভা মাধ্যমে আবাস যোজনার অসুবিধা জেনে সমাধানের চেষ্টা হবে।এই দলে সংশ্লিষ্ট থানার ওসি কে থাকার নির্দেশ।

Pradhan mantri gramin awas yojana: আবাস যোজনা ২০২৪ সম্পুর্ন লিস্ট পঞ্চায়েত ,ব্লক অফিস ও জেলা সাশকদের অফিসে দেখা যাবে এইরকম স্থানে দিতে হবে।এই তালিকা আবার পুনরায় যাচাই করবে বিডিও জেলাশাসক তাদের সন্দেহ হলে বাতিল হতে পারে আবাস যোজনার গ্রামীণ মানুষের বাড়ি পাওয়ার তালিকা থেকে ।

আবাস যোজনা নিয়ে অভিযোগ থাকলে স্থানীয় পঞ্চায়েত ও বিডিও অফিস সেখানে থাকছে অভিযোগ জমা নেওয়ার ব্যাবস্থা।পাঁচটি কাজের দিনের মধ্যেই তা যাচাই করে সঠিক ভাবে ব্যবস্থা নিতে হবে নির্দেশ রাজ্য প্রশাসনের। সঠিক তালিকা প্রকাশ এই নিয়ে অভিযোগ থাকলেও জানতে পারেন সংশ্লিষ্ট পঞ্চায়েত ও বিডিও অফিসে ।

Pradhan Mantriantri gramin awas yojana online apply : প্রথমে এই সাইটে PMAY online এখানে এসে ব্যাক্তিগত তথ্য কি লাগবে বিস্তারিত আলোচনা এই সাইটে Slum dwellers অর্থাৎ গ্রামীণ বাসিন্দাদের জন্য Citizen Assessment অপশনে ক্লিক তারপরে Apply Online সেখানে In Situ Slum Redevelopment (ISSR)’ আধার নম্বর দিয়ে ক্লিক করে আপনার আধার বিবরণ যাচাই হবে।

Format A – যেটি ফ্রম সেখানে নাম ঠিকানা বিস্তারিত প্ল্যান ইত্যাদি দিতে হবেে captcha তে ক্লিক সাবমিট অপশনে ক্লিক আপনার প্রসেস সম্পুর্ন হবে।তারপর ওই অ্যাকাউন্টই দেখতে পাবেন স্ট্যাটাস হোম পেজে আপনাকে Citizen Assessment অপশনে ক্লিক করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *