12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

Hiv injection : বিজ্ঞানীদের ট্রায়ালে সাফল্য বছরে দুইবার ইনজেকশন তে এইচআইভি নিরাময়।

 এইচআইভি সংক্রমণের প্রভাব রুখতে ক্লিনিক্যাল ট্রায়ালে সাফল্য বিজ্ঞানীদের।এই বার বছরে দুইবার ইনজেকশন তে, এইচআইভি (Hiv injection )নিরাময় সম্ভব বলে তাদের তরফে জানানো হয়েছে।

                                  

Hiv injection : বিজ্ঞানীদের ট্রায়ালে সাফল্য বছরে দুইবার ইনজেকশন তে এইচআইভি নিরাময়।

african-scientists-succeed-prevent-hiv-infection-twice-a-year-injection-that-effects-on-hiv

সরা বিশ্বেই এইচআইভি সংক্রমণ প্রাদুর্ভাব ,এই ব্যাধির উপশম সহজে হয় না। ট্যাবলেট থাকলেও নিশ্চয়তা নেই। বিজ্ঞানীদের দাবী ট্যাবলেটের থেকে দ্রুত নিরাময় এইচআইভি সংক্রমণে।

 এইচআইভি সংক্রমণ  নিয়ে এই গবেষ ণা চলেছে আফ্রিকায় ,দক্ষিণ আফ্রিকার গবেষক লিন্ডা-গেইল বেক ,তিনি জানিয়েছেন বছরে দুইবার ইনজেকশন তে ,নিরাময় সম্ভব এই সংক্রমণ, থেকে। প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস ড্রাগ এর ইনজেকশন (Hiv injection ) সংক্রমণে প্রভাব বিস্তার করেছে। 

বিজ্ঞানীদের গবেষণায় আফ্রিকা মহাদেশ বেছে নেওয়া হয়েছে। এই রকম সংক্রমণ দিক থেকে শীর্ষে দক্ষিণ আফ্রিকার এলাকাগুলি। দক্ষিণ আফ্রিকার পঁচিশ টি জায়গায় চালানো হয়েছে গবেষণা সেখানেযোগ দিয়েছেন  পাঁচ হাজার, মানুষ।

তাদের শরীরে লেনাক্যাপাভির ইঞ্জেকশন প্রয়োগ হয়েছে।সেখানে ট্যাবলেটের থেকে বেশি উপকার দেখা গেছে।এই ইনজেকশন ছয় মাস , ব্যাবধানে প্রয়োগ হয়েছে ।

এই গবেষণায় তিনটি প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস ড্রাগের পারমিশন ,দেওয়া হয়েছে। সেখানে  তাদের কে ইনজেকশন (Hiv injection )প্রয়োগ সুস্থ আছেন।

See also  BMW Electric scooter price : নতুন লঞ্চ BMW CE 02 ইলেকট্রিক স্কুটার অবিশ্বাস্য ফিচার যুক্ত হয়েছে