Nepal Plane Crash Today : উনিশ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান নেপালে দুর্ঘটনা

 Nepal Plane Crash Today : নেপালে বিমান দুর্ঘটনায় যাত্রী ও বিমানের কর্মচারী দের নিয়ে ভেঙে পড়লো শৌর্য এয়ারলাইন্সের একটি বিমান। উনিশ  জন যাত্রী নিয়ে কাঠমাণ্ডুতে  ভেঙে পড়ল বিমান ।

                                 

Nepal Plane Crash Today : নেপালে বিমান দুর্ঘটনায় যাত্রী ও বিমানের কর্মচারী দের নিয়ে ভেঙে পড়লো শৌর্য এয়ারলাইন্সের একটি বিমান। উনিশ  জন যাত্রী নিয়ে

নেপালে আবার বিমান , টেক অফের সময় ভেঙে পড়ল । এদিন উনিশ জন যাত্রী বিমান কর্মচারী নিয়ে ভেঙে পড়ল বিমান।

শৌর্য এয়ারলাইন্সের একটি বিমান  টেক অফ করছিলো ।পাশেই দাঁড়িয়ে ছিলো একটি বিমান ,সেই মুহূর্তে টেক ওফ করছিলো ওই বিমানটি হটাৎ ই রানওয়ে তে পিছলে যায় বিমানের চাকা।এই দুর্ঘটনায় বিমানে থাকা উনিশ জন যাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছেন বিমান বন্দরে মুখপাত্র প্রেমনাথ ঠাকুর।

সেই মুহূর্তে পাশের একটি যাত্রী বাসে এই ভিজুয়্যাল যাত্রীরা মোবাইলে ভিডিও করেছে। দেখা যায় বিমানটি হটাৎ ই একটু উঠে,সেখানেই বাম ,দিকে ঘুরে পড়ে যায়।মুহূর্তে ধোঁয়া তে ঢেকে যায় এলাকা। বিমান বন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীরা পরিস্থিতির বিষয়ে বিবেচনা করে দৌড়ে আসে ।তবে কি ভাবে ,এই দুর্ঘটনা সেই বিষয়ে এখনই জানায়নি বিমান বন্দরে দায়িত্বশীল কর্মচারী রা ।

nepal-plane-crash-today-saurya-airlines-aircraft-crashes-in-ranway-during-takeoff-tribhuvan-international-airport

#nepal #NepalPlaneCrash #accident

https://zeenews.india.com/bengali/nation/nepal-plane-crash-while-take-off-tribhuvan-international-airport-in-kathmandu_531610.html/amp

See also  Tonga Earthquake : আবারও ভূমিকম্প অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দেশ টোঙ্গা তে