Sunita Williams Return Earth: সফল অবতরন আটলান্টিক মহাসমুদ্রে ।দেখুন

17423390954404408307486371102099

Splashdown Succes: ভারতীয় সময় ভোর 3:27 মিনিট নাগাদ অবতরন সুনীতাদের

নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ফিরলেন পৃথিবীতেে (Sunita Williams Return Earth)।এদিন প্রায় দেড় ঘন্টার বিভিন্ন পদ্ধতির ,সফল অবতরন ড্রাগনের।

SpaceX Crew 9 rescue mission সফল নাসার। SpaceX Crew 9 rescue mission

Sunita Williams Return Earth: সফল অবতরন

নিক হেগ এবং রোসকসমোস মহাকাশচারী আলেকসান্দার গর্বুনভ, ফিরে এসেছেন ।ভারতীয় বংশোদ্ভুত সুনিতা উইলিয়াম গুজরাটের বাসিন্দা।এদিন তিনি যাতে নিরাপদে ফিরে আসেন সেই জন্য পুজো ও পার্থনা হয় তার গ্রামের বাড়িতে।

ফ্লোরিডা পানহ্যান্ডলে টালাহাসির উপকূলে স্প্ল্যাশডাউন হয়, তাদের মহাকাশ অভিযানে ৭ দিনের জায়গায় নয় মাস সময় লাগলো ,২০২৩ জুনে গিয়েছিলেন ,স্পেস স্টেশনে দীর্ঘ ৬৭ ঘণ্টা চলা রেকর্ড করেছেন ।তবু আশঙ্কা ছিলো পৃথিবী তে সফল অবতরণের।

তাদের স্পেস ক্রাফট ভয়েজ প্রপুলেশন ইস্যুগুলি থাকার কারণে এবং সেগুলি পৃথিবীতে ফিরিয়ে দেওয়ার জন্য অযোগ্য বলে মনে করা হয়েছিল।সেই অপেক্ষার অবসান দীর্ঘ ২৮৬ দিন মহাকাশে অবস্থান মিঃ উইলমোর এবং মিসেস উইলিয়ামসের।

সুনীতা ও তাদের সাথীদের এই দীর্ঘ সময়ে ,প্রদক্ষিণ পৃথিবীর মহাকাশে 4576 বার ,195 কিলোমিটার ভ্রমণ করেছেন।

এদিন হোয়াইট হাউসের থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লেখা হয় _ Promise made, Promise kept: The White House

নাসার তরফে ও পোস্ট করা হয়েছে Splaahdown অবতরণের ভিডিও

সুনীতা মহাকাশে স্পেস স্টেশনে থাকার সময়ে ও ভারতীয় সভ্যতা বজায় রেখেছিলেন ,গণেশ মূর্তি রেখেছিলেন সাথে। সুনীতা র বোন সংবাদমাধ্যমে জানিয়েছেন দিদি একটি ফটো শেয়ার করে গণেশ মূর্তি নিয়ে।তাই ভারতীয় সংষ্কৃতির প্রতি আস্থা আছে সুনীতার এটা অবশ্যই সঠিক।

Discover more from 12newsworld

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading